বর্তমানে বিনোদনপ্রেমীদের জন্য বিনোদনের সেরা মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ইউটিউব, ফেসবুক সহ ইনস্টাগ্রামের মত অ্যাপ্লিকেশন গুলি হয়ে উঠেছে বিনোদনের সেরা মাধ্যম। যেখানে কয়েক বছর আগে বিনোদন মানেই ছিল সাদাকালো টিভির পর্দায় বলিউডের হাতেগোনা কয়েকটি সিনেমা, সেখানে আজ ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে বিনোদন জগতের পরিধি বেড়েছে চোখে পড়ার মতো। হাতেগোনা কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর রাজত্ব কমে বিনোদন জগৎ আজ উন্মুক্ত হয়েছে সবার জন্য।
ভাইরাল হচ্ছে সাহসী নাচ
আমরা আপনাদের বলি, সোশ্যাল মিডিয়ার সৌজন্যে বিগত কয়েক বছরে প্রতিমুহূর্তে হাজার হাজার ভিডিও ভাইরাল হলেও ডিজিটাল প্লাটফর্মে যে জিনিসটি সর্বাধিক ভাইরাল হচ্ছে, সেটি হল ভারতীয় সেক্সি যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিও। বিশেষ করে শর্ট ড্রেসে ভারতীয় যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিওগুলি ভাইরাল হচ্ছে মুহূর্তের মধ্যে। একথা বলার অপেক্ষা রাখে না যে, ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে সোফিয়া আনসারী, অ্যাঞ্জেল রাই, ববিতা শেরা সহ অঞ্জলি আরোরার মত অগণিত সেক্সি যুবতীরা আজ পরিণত হয়েছেন তারকা সেলিব্রেটিতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউত্তপ্ত নাচের বিবরণ
ডিজিটাল প্লাটফর্মে যদি সেক্সি যুবতীদের প্রসঙ্গ আসে, তবে নিঃসন্দেহে এই তালিকায় নাম রয়েছে সুহানা খানের। বিগত কয়েক বছরের নিজের সেক্সি ফিগার এবং চরম হটনেস দিয়ে বারবার সোশ্যাল মিডিয়া উত্তপ্ত করেছেন এই ভারতীয় যুবতী। বর্তমানে সুহানা খানের একটি চরম সাহসী ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে। যেখানে তাকে কালো রংয়ের টাইট ড্রেসে নিজের কার্ভি ফিগার উন্মুক্ত রেখে উত্তেজনাপূর্ণ ডান্স করতে দেখা গেছে। ভিডিওটি ইন্টারনেটে শেয়ার করার পর থেকে ১.৫ লাখের বেশি মানুষ পছন্দ করেছে। এছাড়া দুই হাজারেরও বেশি মন্তব্য অর্জন করেছে ভিডিওটি। একজন ইন্টারনেট প্রেমী লিখেছেন,”তোমার হটনেস দেখে রাতের ঘুম উড়ে গেছে”। অন্য একজন লিখেছেন,”চমৎকার ফিগার আপনার”।
View this post on Instagram