Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Soumitrisha Kundu: জঘন্য এক্সপ্রেশন, ভুলে গিয়েছে নাচ! দেবী কমলে কামিনী রুপে নাচতে গিয়ে চরম ট্রোলড হল মিঠাই

এখন বাংলার এক নম্বর ধারাবাহিক বলতেই সকলের মুখে মুখে ঘোরে মুখে মুখে ঘোরে এখন একটাই নাম। হ্যাঁ ঠিক ধরেছেন মিঠাইয়ের কথা বলছি। এই বছর প্রথম দিকে শুরু হয় এই ধারাবাহিক।…

Avatar

By

এখন বাংলার এক নম্বর ধারাবাহিক বলতেই সকলের মুখে মুখে ঘোরে মুখে মুখে ঘোরে এখন একটাই নাম। হ্যাঁ ঠিক ধরেছেন মিঠাইয়ের কথা বলছি। এই বছর প্রথম দিকে শুরু হয় এই ধারাবাহিক। তা হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক। ‘মিঠাই’ শুরু থেকেই একটানা টিআরপি রেটিংয়ে একচেটিয়া ভাবে শীর্ষ স্থান দখল করে রেখেছে। এই ধারাবাহিকের প্রতিটা চরিত্র মন কেড়েছে সকল মা কাকিমাদের। মিঠাই থেকে সিড , রাজীব থেকে নন্দা, টেস থেকে সোম, নিপা হোক কিংবা রুডি, শ্রীতমা আর রাতুল। নিজেদের সাবলীল অভিনয় দিয়ে সকলের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন।

বেঙ্গল টপারের খেতাবও মিঠাইয়ের মোদক পরিবার নিজের নামে করে রেখেছে। আর মিঠাইয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেইম আর একদিন বাদেই মহালয়া। ইতিমধ্যেই চারিদিকে পুজো পুজো গন্ধ রব। বৃষ্টি থামলেই, ঝকঝকে রোদ উঁকি দিয়ে আকাশে চকচক করছে সাদা মেঘের ভেলা। মা দুর্গা আসার অপেক্ষায় দিন গুনছে বাঙালি। পআর মহালয়া মানেই মা আসার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। এই দিনটাতে ঘুম কাতুড়ে বাঙালিরও ঠিক ৪ টেয় ঘুম ভেঙে যায়। পরিবারের সবাই জড়ো হয় প্রথমে রেডিয়োতে বীরেন্দ্রকৃষ্ণের কন্ঠে চন্ডীপাঠ শুনে এরপর টিভির ঘরে মহালয়া দেখা চাই চাই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বিশেষ দিনে টেলিভিশনের প্রতিটা চ্যানেলেই থাকে বিশেষ চমক। দেবীপক্ষের সূচনালগ্নে প্রতিবারের মতো এবারেও নতুন রূপে মা দুর্গার মহিষাসুরমর্দিনী নিয়ে হাজির হচ্ছে জি বাংলা।মহিষাসুরমর্দিনীতে মা দুর্গা হচ্ছেন শুভশ্রী। এবারেএই চ্যানেলে মহালয়ার থিম হল নানা রূপে মহামায়া। মহালয়ার এই বিশেষ পর্বে দুর্গার আর এক রুপে সকলের প্রিয় মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে দেখা যাবে ‘দেবী কমলে কামিনী রূপে’।

Soumitrisha Kundu: জঘন্য এক্সপ্রেশন, ভুলে গিয়েছে নাচ! দেবী কমলে কামিনী রুপে নাচতে গিয়ে চরম ট্রোলড হল মিঠাই

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মহালয়ার শ্যুটিং এর বিভিন্ন মুহূর্ত। সম্প্রতি জি বাংলার অফিশিয়াল ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে একটি রিল ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে মিঠাই ওরফে সৌমিতৃষাকে দেখা গিয়েছে কমলে কামিনী রুপে নাচতে। তবে এটি নাচ ছিলনা। শ্যুটিং এর ফাঁকে বিহান্ডি সিন ও বলা যেতে পারে। তবে এই নাচের কারণেই রীতিমতো বিপাকে পড়েছেন অভিনেত্রীকে।

শেয়ার করা ভিডিয়োতে দেখা গেছে নাচতে গিয়ে একাধিক ভুল করেছেন সৌমিতৃষা। কখনও তিনি ব্যালেন্স হারিয়ে একটু পড়ে যাচ্ছিলেন, তো কখনও বা ভুলে গিয়েছেন গান, আবার কখনও নাচতে গিয়ে চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ তো এক্সপ্রেশনের সমস্যা। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই কমেন্টে কটু মন্তব্যের ঢল নেমেছে৷ কেউ কেউ লিখেছেন, অভিনেত্রী নাকি নাচতে পারেনা তো অনেকে লিখেছে সার্কাস চলছে। তবে বহু জন সৌমিতৃষার এই প্রয়াসর প্রশংসা করেছেন। তবে এই ভিডিও বেশ ভাইরাল হয়।

Soumitrisha Kundu: জঘন্য এক্সপ্রেশন, ভুলে গিয়েছে নাচ! দেবী কমলে কামিনী রুপে নাচতে গিয়ে চরম ট্রোলড হল মিঠাই

Soumitrisha Kundu: জঘন্য এক্সপ্রেশন, ভুলে গিয়েছে নাচ! দেবী কমলে কামিনী রুপে নাচতে গিয়ে চরম ট্রোলড হল মিঠাই

About Author