Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গরিবের মসিহা হয়ে ভারতের বাজারে লঞ্চ হল Hop Electric Leo, ১৫ টাকায় চলবে ১২৫ কিমি

ভারতে বর্তমানে বৈদ্যুতিক স্কুটার কেনার গ্রাহকদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এখন অনেক বৈদ্যুতিক স্কুটার নির্মাতা ভারতে তাদের নতুন নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছেন। সম্প্রতি বিখ্যাত টু হুইলার প্রস্তুতকারক কোম্পানি…

Avatar

ভারতে বর্তমানে বৈদ্যুতিক স্কুটার কেনার গ্রাহকদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এখন অনেক বৈদ্যুতিক স্কুটার নির্মাতা ভারতে তাদের নতুন নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছেন। সম্প্রতি বিখ্যাত টু হুইলার প্রস্তুতকারক কোম্পানি হিরো ভারতের তার সেরা বৈদ্যুতিক স্কুটারটি লঞ্চ করে দিয়েছে যার নাম দেওয়া হয়েছে Hop Electric Leo। আধুনিক বৈশিষ্ট্য এবং নতুন ডিজাইনের কারণে বাজারে উপলব্ধ অন্যান্য বৈদ্যুতিক স্কুটারের থেকে অনেকটাই আলাদা এই নতুন ইলেকট্রিক স্কুটার লিও।

এই ইলেকট্রিক স্কুটারে আপনারা অত্যন্ত স্টার্ডি এবং আধুনিক যুগোপযোগী একটি ডিজাইন পেয়ে যাবেন। এর সাথেই আপনারা পাবেন জোরালো এলইডি হেডলাইট, হ্যান্ডেল বার কাউল, এপ্রোন বাল্ব হেডলাইট, অত্যন্ত শার্প সাইড প্যানেল, এবং আরো কিছু অত্যাধুনিক ফিচার। ২০২৩ সালের ইলেকট্রিক স্কুটারের বাজারে এটি হতে চলেছে সব থেকে সেরা ইলেকট্রিক স্কুটার। অন্যান্য ইলেকট্রিক স্কুটার এর তুলনায় Hop Electric Leo ভারতের বাজারে একটা আলাদা জনপ্রিয়তা পেতে শুরু করেছে ইতিমধ্যেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ইলেকট্রিক স্কুটারের বেস মডেলে ২৫০ ওয়াট সর্বাধিক ক্ষমতা বিশিষ্ট ৫৫ নিউটন মিটার আউটপুট বিশিষ্ট একটি ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। অন্য দুটি ভেরিয়েন্টের জন্য দেওয়া হয়েছে ১২৫ নিউটন মিটার এবং ৯৬ নিউটন মিটার ক্ষমতা বিশিষ্ট ২৫০০ ওয়াট আউটপুট বিশিষ্ট মোটর। তিনটি মডেলেই ২.৪ কিলোওয়াট ঘণ্টা ক্ষমতা বিশিষ্ট ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। জানা যাচ্ছে এই ইলেকট্রিক স্কুটারের বেস মডেলের রেঞ্জ হবে ৭৫ কিলোমিটার। অন্য দুটি মডেলের রেঞ্জ হবে যথাক্রমে ১২৫ কিলোমিটার। এই ইলেকট্রিক স্কুটারটি বাজারে ৮১ হাজার টাকা দামে পাওয়া যেতে পারে।

About Author