Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’- এ সম্মানিত মিস্টার বচ্চন

অমিতাভ বচ্চন। শুধু দেশেই নয়, সারা বিশ্বের মানুষ শাহেনেশাকে চেনেন এক ডাকে। নিজের জীবনের কয়েকযুগ যিনি উৎসর্গ করেছেন আপামর সিনেপ্রেমীদের। নিজের অভিনয়ের জন্য ১৯৮৪ সালে পদ্মশ্রী পেয়েছিলেন বিগবি। এর পর…

Avatar

অমিতাভ বচ্চন। শুধু দেশেই নয়, সারা বিশ্বের মানুষ শাহেনেশাকে চেনেন এক ডাকে। নিজের জীবনের কয়েকযুগ যিনি উৎসর্গ করেছেন আপামর সিনেপ্রেমীদের। নিজের অভিনয়ের জন্য ১৯৮৪ সালে পদ্মশ্রী পেয়েছিলেন বিগবি। এর পর ২০০১ সালে পদ্মভূষণ, ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন অমিত জি।

২০১৯ শের শেষ রবিবারটি চির স্মরণীয় হয়ে রইল বিগবি ভক্তদের কাছে। তারিখটা ২৯ শে ডিসেম্বর। রাষ্ট্রপতি ভবনে স্ত্রী জয়া বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন কে নিয়ে উপস্থিত হয়েছিলেন সুপারস্টার। কারণ, ৫০তম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

'দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড'- এ সম্মানিত মিস্টার বচ্চন

নিয়ম মেনে সকলের উপস্হিতিতে “দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড” অমিতাভ বচ্চনের হাতে তুলে দিয়ে সম্মানিত করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ। সৃষ্টি হল এক ঐতিহাসিক মুহূর্তের।

About Author