Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঘন জঙ্গল কিংবা সুউচ্চ পর্বত, ভয়েস কলিংয়ের সুবিধা দেবে Honor-এর এই স্যাটেলাইট ফোন

এই মুহূর্তে বিশ্ব বাজারে প্রতিনিয়ত লঞ্চ হচ্ছে একের পর এক স্মার্ট ফোন। কেউ ক্যামেরার দিক থেকে বাজিমাত করছে তো আবার কেউ ব্যাটারি ব্যাকআপ। তবে এবার ভয়েস কলিং-এর ক্ষেত্রে স্যাটেলাইট প্রসেসিং…

Avatar

এই মুহূর্তে বিশ্ব বাজারে প্রতিনিয়ত লঞ্চ হচ্ছে একের পর এক স্মার্ট ফোন। কেউ ক্যামেরার দিক থেকে বাজিমাত করছে তো আবার কেউ ব্যাটারি ব্যাকআপ। তবে এবার ভয়েস কলিং-এর ক্ষেত্রে স্যাটেলাইট প্রসেসিং ব্যবহার করে তাগ লাগিয়ে দিয়েছে মোবাইল প্রস্তুতকারক সংস্থা Honor। শুরুতেই আমরা আপনাদের বলি, বিগত কয়েক বছরে ভারতের বাজারে নিজেদের অস্তিত্ব প্রায় হারাতে বসেছে চীনা মোবাইল প্রস্তুত করো এই সংস্থাটি। Redmi-Realme-Oppo-Vivo-র স্রোতে ভাসছে এখন গোটা দেশ। আর তারই মাঝে Honor হয়ে পড়েছিল ডুবন্ত নৌকা। তবে এবারে স্মার্টফোনের সাথে স্যাটেলাইট কলিং সিস্টেম যুক্ত করে নিজেদের ফের একবার সবার সেরা প্রমাণ করলো চীনা এই মোবাইল প্রস্তুতকারক সংস্থাটি।

আমরা আপনাদের বলি, Honor গত ১০ই জানুয়ারি থেকে দুদিনের একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল। এই ইভেন্টে Magic OS 8.0 অপারেটিং সিস্টেমের পাশাপাশি Magic 6 সিরিজের দুটি স্মার্ট ফোন লঞ্চ করার ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, ঐদিন Magic 6 এবং Magic 6 Pro নামের দুটি ফোনের সাথে পরিচয় করিয়ে দিতে পারে বিশ্বের স্মার্টফোন প্রেমীদের সাথে। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, কি কি বিশেষত্ব থাকবে Honor-এর দামদার এই স্মার্টফোনের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি, টিপস্টার @Rodent950 সম্প্রতি Honor Magic 6 ও Magic 6 Pro স্মার্টফোনের কয়েকটি বৈশিষ্ট্য শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে, Honour-এর এই দুটি ফোনেই থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ। যার মধ্যে একটি ক্যামেরায় ব্যবহার করা হবে পেরিস্কোপ টেলিফটো লেন্স। অর্থাৎ ছবি তোলার ক্ষেত্রে আলাদা বিশেষত্ব অনুভব করতে পারবেন গ্রাহকরা। এর সাথে সর্বাধুনিক সিস্টেম হিসেবে এই ফোনে ব্যবহার করা হচ্ছে স্যাটেলাইট কানেকশন। যার মাধ্যমে ঘন জঙ্গল থেকে শুরু করে হিম শীতল পর্বত, সর্বত্রই ক্লিয়ার ভয়েস কলিং-এর সুবিধা পাবেন গ্রাহকরা। তবে ভারতের বাজারে কবে নাগাদ এই ফোন লঞ্চ করা হবে কিংবা এর দাম কত হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

About Author