Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Honda অফ-রোডার ক্যাটাগরিতে লঞ্চ করবে একটি প্রিমিয়াম বাইক, প্রতিযোগিতা দেবে KTM কেও

হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া গোটা ভারতের মধ্যে অন্যতম দুই চাকা প্রস্তুতকারী সংস্থা। বেশিরভাগ এই কোম্পানি স্কুটারগুলি ভারতীয় গ্রাহকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। তবে সম্প্রতি এই কোম্পানি ভারতীয় বাজারে তাদের প্রিমিয়াম…

Avatar

হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া গোটা ভারতের মধ্যে অন্যতম দুই চাকা প্রস্তুতকারী সংস্থা। বেশিরভাগ এই কোম্পানি স্কুটারগুলি ভারতীয় গ্রাহকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। তবে সম্প্রতি এই কোম্পানি ভারতীয় বাজারে তাদের প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু বাইক লঞ্চ করছে। নতুন লঞ্চ হওয়া বাইকগুলির লুক ও স্পেসিফিকেশন ব্যাপক পছন্দ হচ্ছে ভারতীয়দের। তাই লঞ্চ হওয়ার সাথে সাথেই বাইকগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাচ্ছে। সম্প্রতি কোম্পানি একটি অফ রোডার বাইক লঞ্চ করতে চলেছে যা রীতিমতো টেক্কা দিতে পারে কেটিএম অ্যাডভেঞ্চার সিরিজকেও।

সূত্র মারফত জানা গিয়েছে, হোন্ডা ভারতীয় বাজারে গ্রাহকদের জন্য খুব শীঘ্রই একটি নতুন বাইক লঞ্চ করছে। তবে অফিশিয়ালি এখনো কোন বাইক লঞ্চ করছে তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে কোম্পানি তাদের ৩০০ সিসি সেগমেন্টে একটি অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ করতে চলেছে। হোন্ডার ইন্ডিয়া ডিভিশন কিছুদিন আগে CRF300L এর ডিজাইনের পেটেন্ট করেছিল। তাই মনে করা হচ্ছে আগামী ৮ আগস্ট কোম্পানি তাদের এই প্রিমিয়াম মডেলটি ভারতের বাজারে লঞ্চ করবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অফিসিয়ালি তথ্য প্রকাশিত না হলেও জানিয়ে রাখি এই CRF300L একটি অফ রোডার অ্যাডভেঞ্চার ক্যাটাগরির বাইক। এতে সামনের দিকে ৪৩ মিমি ইউএসডি ফর্ক ও প্রোলিংক সাসপেনশন দেওয়া হয়েছে যাতে আরামদায়ক লংরাইড করা যায়। এছাড়া বাইকের সামনে ২৫৬ মিমির ফ্রন্ট ও ২২০ মিমির রিয়ার ডিস্ক ব্রেক আছে। এই বাইকে ২৮৬ সিসির লিকুইড কুল DOHC সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এছাড়া এতে স্লিপ অ্যাসিস্ট ক্লাচ সহ ৬ স্পিড গিয়ারবক্স পাওয়া যাবে।

এছাড়া কোম্পানির এই নতুন বাইকে অত্যাধুনিক এবিএস প্রযুক্তি, এলসিডি ড্যাশবোর্ড ও অন্যান্য অত্যাধুনিক ফিচার পাওয়া যাবে। এই বাইকে ৭.৮ লিটারের একটি ফুয়েল ট্যাংক আছে। আগামী ৮ আগস্ট কোম্পানি এই বাইকটি লঞ্চ করবে নাকি তা অফিশিয়ালি না জানা গেলেও, অনেকেই মনে করছেন এবার হোন্ডা অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে ভারতীয় মার্কেটে রাজ করবে। এই বাইক লঞ্চ হয়ে গেলে দামের নিরিখে ব্যাপক প্রতিযোগিতার সম্মুখীন হবে কেটিএম অ্যাডভেঞ্চার ক্যাটাগরি।

About Author