Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাজেট মূল্যে কিনতে চান বেস্ট স্পোর্টি কমিউটার, আজই বাড়িতে নিয়ে আসুন নতুন Honda SP 125

ভারতের বুকে একাধিক কোম্পানি বিভিন্ন বাজেট মূল্যের বাইক নিয়ে আসে। আর ভারতীয় জনতা দের মধ্যে বাজেট মূল্যের বাইকের জনপ্রিয়তা অন্য লেভেলের। হোন্ডা কোম্পানির একাধিক বাইক ব্যাপক বিক্রি হয় ভারতীয় বাজারে।…

Avatar

ভারতের বুকে একাধিক কোম্পানি বিভিন্ন বাজেট মূল্যের বাইক নিয়ে আসে। আর ভারতীয় জনতা দের মধ্যে বাজেট মূল্যের বাইকের জনপ্রিয়তা অন্য লেভেলের। হোন্ডা কোম্পানির একাধিক বাইক ব্যাপক বিক্রি হয় ভারতীয় বাজারে। এইসমস্ত বাইকের মধ্যে বর্তমানে যে বাইকটি সবচেয়ে জনপ্রিয়তার শিখরে রয়েছে তা হল Honda SP 125। বাইকের শক্তিশালী ইঞ্জিন এবং সেই সাথে ধামাকাদার পারফরম্যান্স ব্যাপক পছন্দ করেন রাইডাররা। আপনি যদি এই বাইক কিনতে যান তাহলে এই দীপাবলির মরসুমে ব্যাপক অফার দিচ্ছে কোম্পানি। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।

এই Honda SP 125 বাইকের দিল্লিতে দাম ৯৯ হাজার টাকা থেকে শুরু। এই বাইকের অনরোড মূল্য ১.০৪ লাখ টাকা। আপনি শুনলে অবাক হবেন যে এই বাইকটি আপনি জিরো পেমেন্ট করে ঘরে নিয়ে যেতে পারেন। এরপর ৬.৯৯% সুদের হারে আপনাকে ৩ বছরের জন্য প্রতিমাসে ৩২০৭ টাকা করে দিতে হবে। এই মুহূর্তে আপনি বাইক বুক করলে ৫০০০ টাকার নগদ ক্যাশ ডিসকাউন্টও পেয়ে যাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বাজেট মূল্যের বাইকে সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখা যাবে। এর মধ্যে রয়েছে ফুয়েল ইকোনমি, গিয়ার পজিশন, সময়, ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল গেজ, স্ট্যান্ড অ্যালার্ম। এতে ১২৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে যা ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এর সাথে আসে। এই ইঞ্জিন ১০.৭২ bhp শক্তি এবং ১০.৯ Nm টর্ক উৎপন্ন করে। কোম্পানি দাবি করে এই বাইক ৬৫ Kmpl মাইলেজ দেয়। SP 125 তিনটি ভেরিয়েন্টে আসে: বেস ড্রাম ভেরিয়েন্ট, ফ্রন্ট ডিস্ক ব্রেক সহ ডিস্ক ভেরিয়েন্ট এবং স্পোর্টিয়ার গ্রাফিক্স সহ টপ-অফ-দ্য-লাইন স্পোর্টস সংস্করণ।

About Author