ভারতের মোটরসাইকেলের বাজারে সবথেকে জনপ্রিয় কয়েকটি কোম্পানির মধ্যে একটি হলো Honda। এই কোম্পানি সবথেকে জনপ্রিয় বাইকের মধ্যে একটি হলো SP 125 DRUM। এই বাইকে আপনারা পেয়ে যাবেন দুরন্ত ডিজাইন এবং তার সাথেই পাবেন প্র্যাকটিক্যাল ফিচার। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ১২৫ সিসি ইঞ্জিন এবং তার সাথেই পেয়ে যাবেন দারুন স্পেসিফিকেশন। কমিউটার সেগমেন্টের এই বাইকে আপনারা পাবেন সব থেকে সস্তা দামে সবথেকে বেশি ফিচার। চলুন তাহলে এই বাইকের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
হোন্ডা কোম্পানির এই বাইকে আপনাদের জন্য রয়েছে ১২৩.৯৪ সিসি ফোর স্ট্রোক ইঞ্জিন, যার সাথে আপনারা পেয়ে যাবেন ৮০ কিলোমিটারের মাইলেজ। খাতায়-কলমে ৮০ কিলোমিটার হলেও অনেক ক্ষেত্রে আপনারা ৮৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেখতে পারেন। যারা বাজেটের মধ্যে ভালো বাইক কিনতে চান তাদের জন্য এই বাইক তৈরি করেছে হোন্ডা। এই বাইকের বিল্ড কোয়ালিটি দুর্দান্ত। এই বাইকে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। ফলে আপনার মেইনটেনেন্স এর কোন সমস্যা হবে না। ড্রাম ব্রেক থাকার কারণে, খুব সহজে এই বাইক আপনারা মেইনটেইন করতে পারবেন এবং খরচ কম হবে। এই বাইকটি আপনাকে কম্ফোর্টেবল রাইডিং এক্সপেরিয়েন্স দিতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন বেশ কয়েকটি কালার অপশন। এই বাইকে রয়েছে অ্যাক্সিস গ্রে মেটালিক, ম্যাট মারবেল ব্লু মেটালিক, ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, এবং পার্ল সাইরেন ব্লু কালার অপশন। অন্যান্য ফিচার এর মধ্যে আপনারা পেয়ে যাবেন, সার্ভিস রিমাইন্ডার, কম্বি ব্রেক সিস্টেম, সাইড স্ট্যান্ড সেন্সার, যেগুলো আপনার বাইক চালানোর অভিজ্ঞতা আরো ভালো করবে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন দুর্দান্ত ভ্যালু ফর মানি অপশন এবং ভালো ডিসকাউন্ট। এই বাইকের দাম রাখা হয়েছে ৮৫,৬৫৯ টাকা (এক্স শোরুম প্রাইস)। এর উপরেও আপনারা ৩ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত ডিলারশিপ ডিসকাউন্ট পেয়ে যাবেন।