ভারতের বুকে একাধিক কোম্পানির বাজেট মূল্যের বাইক বানিয়ে থাকে। তবে যেই কোম্পানি জনপ্রিয়তা শীর্ষ রয়েছে তা হল হোন্ডা। এর বাজেট মূল্যের লাইনআপ এক নম্বর পছন্দ যুবকদের। এই বাইকগুলো যেমন বাজেট মূল্যের ঠিক তেমন ব্যাপক মাইলেজ দেয়। বাজেট মূল্যের মধ্যে ভারতীয়দের সবচেয়ে মনপাসন্দ হল Honda Shine। এই বাইকটির ডিজাইন খুবই আকর্ষণীয় এবং এতে একটি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তাই রোজকার ব্যবহারের জন্য এই বাইকের জুড়ি মেলা ভার। এই ১২৫ সিসির বাইকের এক্স শোরুম মূল্য ৭৬ হাজার টাকা থেকে শুরু। তবে আপনার যদি এত বাজেট না থাকে তাহলে আপনি সেকেন্ড হ্যান্ড এই বাইক কিনতে পারেন। সেক্ষেত্রে অনেক কম খরচ করতে হবে। সেকেন্ড হ্যান্ড অপশনের সেরা ডিল সমন্ধে এই প্রতিবেদনে জানানো হল।
Honda Shine বাইকের ২০১২ মডেলটি খুব কম দামে OLX ওয়েবসাইটে বিক্রয়ের জন্য উপলব্ধ। এই বাইকটির মালিক খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করেছেন। বাইকটি খুব ভালো কন্ডিশনে রয়েছে। এখানে এই বাইকের দাম রাখা হয়েছে ১৭,০০০ টাকা। কিন্তু বিক্রেতা এ বিষয়ে কোনো আর্থিক পরিকল্পনা দেননি।আর Quikr ওয়েবসাইটেও এর একটি সেকেন্ড হ্যান্ড বাইক নথিভুক্ত আছে। এই বাইকটি ২০১২ মডেলের। এই বাইকটি কিনতে খরচ করতে হবে ২১০০০ টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর এই বাইকের 2011 মডেলটি খুব কম দামে DROOM ওয়েবসাইটে বিক্রয়ের জন্য উপলব্ধ। এই বাইকটির মালিক খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করেছেন। এখানে এই বাইকের দাম রাখা হয়েছে 20,500 টাকা। কিন্তু বিক্রেতা এ বিষয়ে কোনো আর্থিক পরিকল্পনা দেননি।