Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিশেষ অফারে Honda Shine কিনলে পেয়ে যাবেন ৫০০০ টাকা ক্যাশব্যাক, জেনে নিন বিস্তারিত

বাজেট মূল্যের দুই চাকার মোটরসাইকেলের বাজারে বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড হল হোন্ডা। সম্প্রতি এই কোম্পানি একটি রেকর্ড সৃষ্টি করেছে। তাঁদের Honda Shine ১০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। তবে আপনি জানলে…

Avatar

বাজেট মূল্যের দুই চাকার মোটরসাইকেলের বাজারে বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড হল হোন্ডা। সম্প্রতি এই কোম্পানি একটি রেকর্ড সৃষ্টি করেছে। তাঁদের Honda Shine ১০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। তবে আপনি জানলে খুশি হবেন, কোম্পানি তাদের এমন রেকর্ড সেলিব্রেট করতে এই বাইকের ওপর আকর্ষণীয় ক্যাশব্যাক অফার এনেছে যা ভারতীয় গ্রাহকদের অবশ্যই পছন্দ হবে। আজকালকার দিনে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য বাইকের অবদান অনস্বীকার্য। অনেকেই এখন বাজেট মূল্যের বাইক কিনতে চান। আর তাদের জন্য আজকের প্রতিবেদনের Honda Shine একেবারে পারফেক্ট।

আকর্ষণীয় অফারের আগে জেনে নিন Honda Shine বাইকের স্পেসিফিকেশন সম্বন্ধে। এই বাইকে ১২৩.৯৪ সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটি সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক যা ৭.৯ kW পাওয়ার উৎপন্ন করতে পারে ৭৫০০ rpm এ এবং ১১ Nm টর্ক উৎপন্ন করতে পারে ৬০০০ rpm এ। এই বাইকে ৫ স্পিড গিয়ার বক্স সিস্টেম রয়েছে। বাজেট মূল্যের এই বাইকে ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক দুই ব্যবহার করা হয়েছে। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬২ মিমি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বাইকটি মার্কেটে ৫ টি কালার অপশনে পাওয়া যায়। সেগুলি হল ডিসেন্ট ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে, রেবেল রেড মেটালিক, জিনি গ্রে মেটালিক ইত্যাদি। এই বাইকে ১০.৫ লিটারের একটি পেট্রোল ট্যাংক ব্যবহার করা হয়েছে। বাইকটির মোট ওজন মাত্র ১১৪ কেজি। জানিয়ে রাখা ভাল, ভারতের বাজারে ১২৫ সিসির সেগমেন্ট এর সবচেয়ে জনপ্রিয় বাইক হল এই Honda Shine। আর তাই তো কোম্পানি এর মধ্যেই ১০ মিলিয়ন গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছে এই বাইকটি।

এরপর আসা যাক আকর্ষণীয় অফার সম্বন্ধে। দিল্লিতে এই বাইকের এক্স শোরুম মূল্য শুরু হয় ৭৪ হাজার ৯৪৩ টাকা থেকে। বিশেষ অফার করলে গ্রাহকরা মাত্র ৫৯৯৯ টাকার ডাউনপেমেন্ট করে বাইকটি কিনে নিতে পারবেন। এছাড়াও ওই বাইকের উপর কোম্পানি গ্রাহকদের ৫ হাজার টাকা অব্দি ক্যাশব্যাক দিতে পারে। কোম্পানি তরফে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ অব্দি এই অফার চলবে। তবে নির্দিষ্ট কিছু ডেবিট কার্ডের মাধ্যমে কিনলেই এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে।

About Author