১৬০ বা ২০০ সিসির Adventure Bike আনতে চলেছে Honda

Advertisement

Advertisement

জনপ্রিয় মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) পরপর ভারতের বাজারের জন্য তাদের নয়া বাইক লঞ্চ করছে। সম্প্রতি কিছু মাস আগে কোম্পানি ভারতে Honda Hornet 2.0 এবং রেট্রো মডার্ন মোটরসাইকেল Honda Highness লঞ্চ করেছিল। ভারতের বাজারে ব্যবসা বাড়ানোর জন্য এই ধরনের বিভিন্ন নতুন মডেলের প্রজেক্ট এর উপর জোর দিচ্ছে কোম্পানি। ভবিষ্যতে তারা সব ধরনের বাইকই ভারতের বাজারে লঞ্চ করতে চায়।

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে HMSI এর প্রেসিডেন্ট ও সিইও আটসুশি অগাটা জানিয়েছেন, তারা শীঘ্রই ভারতের গ্রাহকদের জন্য অ্যাডভেঞ্চার বিভাগের বাইক লঞ্চ করতে চলেছে। প্রধানত অফ রোড অ্যাডভেঞ্চার করার জন্য কম সিসির বাইক প্রয়োজন হয়। তাই হোন্ডা খুব শীঘ্রই ১৬০ সিসি বা ২০০ সিসির অ্যাডভেঞ্চার বাইক ভারতে আনবে যা অফ রোড অ্যাডভেঞ্চার করার জন্য পারফেক্ট।

Advertisement

এছাড়াও অগাটা বলেছেন, ভারতের বাজারে Hornet 2.0 লঞ্চ করতে কোম্পানি বেশ ভালই বিনিয়োগ করেছে। এরপর তাদের উদ্দেশ্য এই সেগমেন্টে আরো নতুন ধরনের মডেল আনা যাতে গ্রাহকরা নিজেদের পছন্দমতো ও প্রয়োজনমত বাইক কিনতে পারে। এই বাইকগুলিতে সম্পূর্ণ নতুন ধরনের ইঞ্জিন ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একই কথা প্রযোজ্য নয়া Honda Highness এর জন্যও।

Advertisement

প্রসঙ্গত, বর্তমানেও চীন ও কিছু এশিয়ান মার্কেটে হোন্ডার অ্যাডভেঞ্চার অফ রোড বাইক পাওয়া যায়। কিন্তু ভারতের বাজারে এখন অব্দি এই বাইক অফিশিয়ালি লঞ্চ হয়নি। কিন্তু বর্তমানে রাইডারদের অ্যাডভেঞ্চার করার কৌতুহল দেখে ও ভারতের বাজারে ব্যবসার প্রসার করতে হোন্ডা ১৮০-২০০ সিসির অ্যাডভেঞ্চার বাইক আনবে। হয়তো এই বাইকগুলি CRF 250L এর আদলে তৈরি করা হবে। এরপর ভারতের বাজারে বাইকটি লঞ্চ হলে গ্রাহকদের মধ্যে কতটা সাড়া ফেলতে পারবে, সেটাই দেখার।

Recent Posts