টেক বার্তা

ওলাকে কড়া টক্কর দিতে বাজারে আসছে Honda ইলেকট্রিক স্কুটার, জানুন এর ব্যাপারে সবকিছু

এই ইলেকট্রিক স্কুটার এখনো ভারতের বাজারে লঞ্চ হয়নি

Advertisement
Advertisement

ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ি এবং স্কুটারের একটা আলাদা ডিমান্ড আছে। এই ইলেকট্রিকের।জগতে এখন প্রতিটি কোম্পানি তাদের নতুন নতুন ইলেকট্রিক যানবাহন নিয়ে বাজারে আসতে শুরু করেছে। একদিকে যেমন বাড়ছে ইলেকট্রিক গাড়ির সংখ্যা, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক বাইক ও স্কুটারের সংখ্যা। আজকের দিনে আপনি সবার আগে বাজারে যেটা দেখতে পাবেন সেটা হলো ইলেকট্রিক স্কুটার। বিভিন্ন ব্র্যান্ড এখন তাদের ইলেকট্রিক স্কুটার নিয়ে বাজারে হাজির হয়েছে। এদের মধ্যে কিছু আছে বড় ব্র্যান্ড আবার কিছু আছে যেগুলো একেবারেই আনকোরা অর্থাৎ বলতে গেলে সেগুলি স্টার্ট আপ।

Advertisement
Advertisement

তবে আমরা আজকে এমন একটি ইলেকট্রিক স্কুটারের ব্যাপারে কথা বলবো যেটা ভারতের বাজারে আসার পথে রয়েছে। বিদেশের বাজারে হিট হওয়ার পরে এবারে কোম্পানি সেই ইলেকট্রিক স্কুটারকে ভারতে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা যে ইলেকট্রিক স্কুটারের ব্যাপারে বলছি সেটা হলো হোন্ডা কোম্পানির EM1e। এই ইলেকট্রিক স্কুটার এখন ভারতের বাজারে আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। EICMA তে এই ইলেকট্রিক স্কুটার পেশ করা হয়েছিল এবং এই ইউরোপের বাজারের জন্য তৈরি করা প্রথম ইলেকট্রিক স্কুটার।

Advertisement

এই স্কুটারটি ডিজাইনের দিক থেকে অত্যন্ত কমপ্যাক্ট এবং সমতল মেঝে সহ একটি মসৃণ শৈলীতে আসে। এবং এই স্কুটারটিতে একটি হাব-মাউন্টেড মোটর রয়েছে যা ১.৭ কিলোওয়াট শক্তি এবং ৯০Nm এর টর্ক জেনারেট করে। এর রেঞ্জ সম্পর্কে কথা বললে, এটি এক চার্জে ৪১.১ কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

Advertisement
Advertisement

Honda-এর এই EM1 e স্কুটারটিতে একটি ২৯.৪Ah লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে, যা ৬ ঘণ্টায় ০ থেকে ১০০ শতাংশ চার্জ হয়ে যায়৷ এর সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক রয়েছে৷ স্কুটারটির দৈর্ঘ্য ১৭৯৫ মিমি, প্রস্থ ৬৮০ মিমি, উচ্চতা ১০৮০ মিমি এবং হুইলবেস ১৩০০ মিমি। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৩৫ মিমি এবং সিটের উচ্চতা ৭৪০ মিমি। এর মোট ওজন ৯৩ কেজি। তবে, এই ইলেকট্রিক স্কুটারের ভারতের বাজারে দাম এখনো নির্ধারিত হয়নি।

Advertisement

Related Articles

Back to top button