টেক বার্তা

শীঘ্রই ভারতে আসছে Honda CBR 650R ও CB 650R

×
Advertisement

সারা পৃথিবীতেই Honda র নাম সবাই জানে। বাইক প্রস্তুতি কারক এই সংস্থার জনপ্রিয়তা ভারতেও অনেক বেশি। তবে সেটা আজ থেকে নয়। আজ থেকে প্রায় কুড়ি বছর আগে ভারতের বাজারে প্রবেশ করেছিল হোন্ডা। সেই সময় অবশ্য ভারতীয় বাইক প্রস্তুতি কারক সংস্থা হিরোর সাথে যৌথ উদ্যোগে বাইক বানাতো এই জাপানী সংস্থা। তবে তারপর হিরো ও হোন্ডা আলাদা হয়ে গিয়ে নিজেই বাইক তৈরি করতে শুরু করে।

Advertisements
Advertisement

বর্তমানে হোন্ডার বহু বাইক ভারতীয় বাজারে বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে হোন্ডার সিবিআর সিরিজ ভারতীয়দের অন্যতম প্রিয়। বিশেষ করে ভারতীয় তরুনদের কাছে এই দুটি বাইক এখন খুব জনপ্রিয়তা অর্জন করেছে। এগুলি হচ্ছে CBR 650 আর ও CR 650 আর।

Advertisements

এবার এই বাইক দুটি গ্ৰাহকদের বাড়ি পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছে Honda। অবশ্য এর আগেও এই বাইক দুটির ২০২১ ভার্শন চলে এসেছে এদেশে। তাই সংস্থার তরফে জানানো হয়েছে এই বাইক গুলি যত তাড়াতাড়ি সম্ভব গ্ৰাহকদের বাড়ি পৌঁছে দেওয়া হবে।

Advertisements
Advertisement

আসলে করোনা পরিস্থিতির জন্য এখন বাইক পৌঁছে দিতে অসুবিধা হচ্ছে এই সংস্থার। কিন্তু এবার আসতে সব গ্ৰাহকদের কাছে বাইক পৌঁছে দেওয়ার কথা দিয়েছে এই সংস্থা। Honda CBR 650R এবং CB 650R এই দুটি বাইকের একই ইঞ্জিন। 648.72 সিসি ইঞ্জিন, ফোর-সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন দ্বারা চালিত যা 12,000 আরপিএমের সর্বোচ্চ বিএইচপি এবং 8,500 আরপিএম-এ 57.5 এনএমের সর্বোচ্চ টর্কে উৎপন্ন করে। হোন্ডা উভয় বাইকে সিক্স স্পিডের গিয়ারবক্স সহ অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ দিয়ে সজ্জিত করেছে।

Related Articles

Back to top button