ভারতের বাজারে অন্যতম বড় মোটরসাইকেল কোম্পানি honda খুব শীঘ্রই বাজারে তাদের আপকামিং মোটরসাইকেল NX500 লঞ্চ করতে চলেছে। এই মুহূর্তে ভারতের বাজারে বেশ আলোচিত হচ্ছে এই বাইকটি। এই বাইকের বৈশিষ্ট্য এবং দাম নিয়ে দীর্ঘদিন ধরে টু হুইলার গ্রাহকদের মধ্যে আলোচনা চলছে। এই বাইকে এমন কিছু বৈশিষ্ট্য থাকবে এবং এমন কিছু প্রযুক্তি থাকবে, যা আপনি সহজে অন্য কোন বাইকে দেখতে পাবেন না।
এই বাইকে বৈশিষ্ট্যের কথা বলতে গেলে ব্যবহারকারী অভিজ্ঞতা বৃদ্ধি করার জন্য এতে প্যারালাল টুইন ইঞ্জিন দেওয়া হয়েছে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ৪৭১ সিসি ইঞ্জিন যেটি ৮৬০০ RPM গতিতে ৪৭.৭ PS শক্তি উৎপন্ন করতে পারে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ১৭.৫ লিটারের একটি দারুন ফুয়েল ট্যাঙ্ক। এই বাইকে আপনারা পাবেন ডবল ডিস্ক ফ্রন্ট ব্রেক এবং ডিস্ক রিয়ার ব্রেকের মত দারুন কিছু ফিচার। এর বিশেষ বৈশিষ্ট্যের ব্যাপারে কথা বলতে গেলে এই বাইকে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল স্পিডোমিটার, এলইডি হেড লাইট, এবিএস ডুয়েল চ্যানেল, ডিজিটাল ওডোমিটার এবং ট্রিপ মিটার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশীঘ্রই ভারতের অটোমোবাইল বাজারে ঝড় তুলতে চলেছে হন্ডা কোম্পানির এই নতুন বাইকটি। এই বাইকে বেশ কিছু দুর্দান্ত ফিচার আপনাদের জন্য রয়েছে। ২০২৪ সালের জানুয়ারির মধ্যে এই বাইকটি লঞ্চ করতে পারে ভারতের বাজারে। এই বাইকের দাম এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি তবে মনে করা হচ্ছে ৬.৫০ লক্ষ টাকার কাছাকাছি এই বাইকের দাম হবে। এই বাইকে আপনারা এমন কিছু বৈশিষ্ট্য পাবেন, যা হয়তো সচরাচর অন্য বাইকে দেখা যায় না। তবে দামের দিক থেকেও কিন্তু বেশ ঊর্ধ্বমুখী এই বাইক