Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রিমিয়াম লুকে হাজির Activa Electric, এক চার্জে মিলবে 120 কিমি রেঞ্জ – Honda Activa Electric 8G

ভারতীয় দুই চাকার বাজারে এক নতুন অধ্যায় যোগ করল হোন্ডা। জনপ্রিয় Activa সিরিজ এখন এসেছে ইলেকট্রিক ভার্সনে—Honda Activa 8G Electric। আধুনিক ডিজাইন, দীর্ঘ রেঞ্জ এবং কিফায়তি চার্জিং খরচের কারণে স্কুটারটি…

Avatar

ভারতীয় দুই চাকার বাজারে এক নতুন অধ্যায় যোগ করল হোন্ডা। জনপ্রিয় Activa সিরিজ এখন এসেছে ইলেকট্রিক ভার্সনে—Honda Activa 8G Electric। আধুনিক ডিজাইন, দীর্ঘ রেঞ্জ এবং কিফায়তি চার্জিং খরচের কারণে স্কুটারটি ইতিমধ্যেই নজর কাড়ছে। শহরের রাস্তায় প্রতিদিনের যাতায়াতের জন্য এটি হতে পারে একদম পারফেক্ট বিকল্প।

ডিজাইন ও ফিচারস

Activa 8G Electric-এর ডিজাইন ক্লাসিক ও মডার্নের এক অনন্য মিশ্রণ। স্কুটারটিতে রয়েছে LED হেডল্যাম্প, ডিজিটাল ডিসপ্লে এবং শক্তিশালী বডি স্ট্রাকচার। স্টাইলিশ লুকের পাশাপাশি দেওয়া হয়েছে আরামদায়ক সিট এবং পর্যাপ্ত আন্ডার-সিট স্টোরেজ। হোন্ডা জানিয়েছে, এই মডেল শুধু তরুণদের নয়, সব বয়সের মানুষের জন্যই সমান আকর্ষণীয় হয়ে উঠবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ব্যাটারি ও চার্জিং

স্কুটারটিতে রয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ১২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। উল্লেখযোগ্য বিষয়, ব্যাটারিটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং মাত্র ৪ ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। দৈনন্দিন অফিস যাতায়াত কিংবা ছোট সফরের জন্য এটি যথেষ্ট কার্যকর।

পারফরম্যান্স ও মাইলেজ

Activa 8G Electric-এ ব্যবহার করা হয়েছে হাই-টর্ক মোটর, যার ফলে পিকআপ বেশ মসৃণ ও দ্রুত। ই-স্কুটারটি শহরের গতি প্রয়োজনের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইকো মোড ও পাওয়ার মোড, যা পরিস্থিতি অনুযায়ী ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন। ইলেকট্রিক হওয়া সত্ত্বেও টপ স্পিড ব্যবহারকারীদের হতাশ করবে না বলে দাবি করা হয়েছে।

সেফটি ফিচারস

নিরাপত্তার দিক থেকেও হোন্ডার এই নতুন মডেল সমৃদ্ধ। স্কুটারটিতে রয়েছে—

  • CBS (Combi Braking System)

  • ডিস্ক ব্রেকস

  • অ্যান্টি-থেফট অ্যালার্ট

  • স্মার্ট লকিং সিস্টেম

এর পাশাপাশি ব্যালান্সড হুইলবেস এবং শক্তিশালী ফ্রেম স্কুটারটিকে আরও স্থিতিশীল করে তোলে।

দাম ও EMI সুবিধা

হোন্ডা Activa 8G Electric-এর দাম ভারতীয় বাজারে প্রায় ১.১০ লক্ষ (এক্স-শোরুম) হতে পারে। EMI সুবিধার কথা বললে, প্রতি মাসে মাত্র ৩,000 কিস্তিতে এটি কেনা সম্ভব। হোন্ডা ডিলারশিপ থেকে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

About Author