টেক বার্তা

TVs-এর ঘুম ওড়াতে আসছে নতুন Activa, নতুন ইঞ্জিনের সঙ্গে সেরা মাইলেজ

Advertisement
Advertisement

টিভিএস স্কুটারের বাজার খারাপ করতে এসেছে হোন্ডার নতুন স্কুটার। ডিজিটাল ফিচার এবং কিউট লুক নিয়ে নতুন এই স্কুটার সাধারণের মনে জায়গা করে নেওয়ার জন্য তৈরি। হোন্ডা অ্যাক্টিভা দেশের সর্বাধিক বিক্রিত স্কুটার। বলতে গেলে স্কুটার সেগমেন্টে এর সাথে অনেক স্কুটার প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু বিক্রয়ের দিক থেকে কেউই অ্যাক্টিভার চেয়ে এগিয়ে থাকতে পারে না। খুব শিগগিরই বাজারে আসছে নতুন একটি স্কুটার, যার নাম হোন্ডা অ্যাক্টিভা ৭জি। এই স্কুটারে, আপনি একটি শক্তিশালী ইঞ্জিন, সঙ্গে সেরা বৈশিষ্ট্য দেখতে চলেছেন।

Advertisement
Advertisement

Honda Activa 7G

Advertisement

হোন্ডা অ্যাক্টিভা ৭জি-র ইঞ্জিনের কথা বলতে গেলে এই স্কুটারের ইঞ্জিনে পরিবর্তন দেখতে পাবেন। এতে ১১০ সিসি ফ্যান কুল্ড ৪ স্ট্রোক ইঞ্জিন থাকতে পারে। ইঞ্জিনটি ৭.৬৮ বিএইচপি পাওয়ার এবং ৮.৭৯ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে।

Advertisement
Advertisement

রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি বিদ্যমান স্কুটারের চেয়ে এটিকে আরও হাই-টেক করার প্রস্তুতি নিয়েছে। যার মধ্যে এর এনালগ মিটারকে ডিজিটাল মিটারে রূপান্তর করা হতে পারে। যাতে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ওডোমিটার পাওয়া যাবে।

এছাড়াও, এই স্কুটারে আন্ডার-সিট স্টোরেজ বাড়ানোর কথা জানানো হয়েছে। হোন্ডা অ্যাক্টিভা ৭জি বাজারে আসার কথা বলতে গেলে, এই স্কুটারটি ২০২৪ সালের মধ্যে বাজারে প্রবেশ করতে পারে। এর দাম নিয়েও যদি বিশেষ কিছু এখন বলা যাচ্ছে না। কারণ এই স্কুটারের দামের ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এই স্কুটারটির দাম আগের স্কুটারের চেয়ে বেশি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এই স্কুটারটি আগের চেয়ে প্রায় ৩০ হাজার টাকা বেশি দাম হতে পারে।

Advertisement

Related Articles

Back to top button