ভারতের বুকে একাধিক কোম্পানির বাজেট মূল্যের বাইক বানিয়ে থাকে। তবে যেই কোম্পানি জনপ্রিয়তা শীর্ষ রয়েছে তা হল হিরো। এই কোম্পানির Hero Splendor ব্যাপক জনপ্রিয় ভারতীয় গ্রাহকের মধ্যে। এরপর দ্বিতীয় স্থানে আসে বাজাজের পালসার বা হোন্ডা শাইন। তবে এবার এই প্রতিযোগী মার্কেটে নতুন করে হোন্ডা কোম্পানির একটি নতুন বাইক। এই কোম্পানি খুব শীঘ্রই Honda SP160 নামক একটি বাইক লঞ্চ করতে চলেছে। এর কি কি স্পেসিফিকেশন? বা এর দাম কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
কোম্পানির এই নতুন Honda SP160 বাইকটি ১৬০ সিসির হবে। এটি ইউনিকর্নের মতো একই ইঞ্জিন এবং চ্যাসিস প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে। এর লুক বেশ আধুনিক এবং আকর্ষণীয় হতে পারে। এই বাইকে এয়ার-কুলড, ১২৬.৭ cc, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকবে যা ১২.৯ hp শক্তি এবং ১৪ Nm টর্ক উৎপাদন করতে সক্ষম হবে। এতে একটি ৫-স্পীড গিয়ারবক্স থাকবে। এছাড়া এতে থাকবে ১২ লিটারের ফুয়েল ট্যাঙ্ক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএছাড়া এতে থাকছে ১৭ ইঞ্চির হুইল। এটি ডিস্ক ও ড্রাম ব্রেক উভয় অপশনে উপলব্ধ হতে পারে। এই বাইকটি চলতি বছরের পুজোর সময় লঞ্চ করবে। তাই এখনও এই বাইকের অফিসিয়াল এক্স শোরুম মূল্য জানা যায়নি। তবে এই বাইকটি সম্পূর্ণ ইউনিকর্ন প্ল্যাটফর্মে তৈরি। এই ইউনিকর্নের এক্স শোরুম মূল্য ১ লাখ ৯,৮০০ টাকা। তাই মনে করা হচ্ছে এই বাইকের দামও ১.১০ লাখের মধ্যেই হবে।