Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের মেয়াদ আরও বৃদ্ধি করা নিয়ে রাজ্যগুলির মতামত জানতে বৈঠক করেন অমিত শাহ

চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে ৩১ মে। তারপর আর লকডাউনের মেয়াদ বাড়বে কিনা, মেয়াদ বাড়লেও তা কতদিনের জন্য? করোনা মোকাবিলাতে কোন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে? সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা…

Avatar

চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে ৩১ মে। তারপর আর লকডাউনের মেয়াদ বাড়বে কিনা, মেয়াদ বাড়লেও তা কতদিনের জন্য? করোনা মোকাবিলাতে কোন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে? সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করতেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকেই তাদের মতামত নেওয়া হয়।

এর আগেও প্রত্যেকবার লকডাউন বাড়ানোর আগে মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্স করেছিলেন নরেন্দ্র মোদী। এই বার প্রথম যেখানে প্রধানমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন মুখ্যমন্ত্রীদের সাথে। সূত্র মারফত জানা গেছে এই বৈঠকে প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বাড়ানোর পক্ষে সায় দিয়েছেন। তবে কেউ সম্পূর্ণ লকডাউন বাড়াতে চায়নি। প্রত্যেক রাজ্যই অর্থনীতিকে সচল রাখার পক্ষে প্রস্তাব জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বৃহস্পতিবার ১৩ টি শহরের জেলা শাসক ও পুরসভার কমিশনারদের সাথে ক্যাবিনেট সচিব রাজীব গৌবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন। দেশের মোট সংক্রমণের ৭০ শতাংশই আছে ১৩ টি শহরের মধ্যে। তাই ওই কনটেনমেন্ট জোনগুলিকে পুরোপুরি সিল করার জন্য প্রস্তাব দিয়েছেন ক্যাবিনেট সচিব। এদিকে চতুর্থ দফার লকডাউনের শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরমধ্যেই কেন্দ্রের পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

About Author