ইতিমধ্যে লোকসভায় পাস হয়েছে অস্ত্র আইন সংশোধনী বিল, ২০১৯। এবার তাকে আইন আকারে নিয়ে আসতে রাজ্যসভার দ্বারস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার এই বিল লোকসভায় পাস হয়। এই বিল প্রসঙ্গে অমিত শাহ বলেন, দেশের মধ্যে বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র তৈরী ও বিক্রি করা নিষিদ্ধ।
অস্ত্র আইন সংশোধনী বিল, ২০১৯ অনুযায়ী যেকোন ব্যক্তি দুটি আগ্নেয়াস্ত্র সরকারের অনুমোদনের ভিত্তিতে সঙ্গে রাখতে পারেন। তবে এর অন্যথা হলে শাস্তির মুখোমুখি হতে হবে ওই ব্যক্তিকে। এই বিষয়ে অমিত শাহ এদিন বলেন, ‘যেকোন দেশের ক্ষেত্রে এটা খুব জরুরি যে অস্ত্র তৈরী ও বিক্রি সরকারের নিয়ন্ত্রণে রাখা। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এটা খুব প্রয়োজনীয়।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই বিল সংশোধনের মাধ্যমে অস্ত্র আইন লঙ্ঘন করে আগ্নেয়াস্ত্র তৈরী ও বিক্রি করলে ৭ বছর থেকে আজীবন জেল পর্যন্ত হতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের অনুমতি ছাড়া আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখলে ৭ থেকে ১৪ বছর পর্যন্ত জেলে থাকতে হতে পারেন বলেও জানান তিনি।