সম্প্রতি ফুলহাতা টি-শার্ট ও ব্লু ডেনিমে, খোলা চুলে এবং পায় স্নিকার্সে একটি ইংরেজি গানের সাথে রিল ভিডিও বানিয়েছেন। নিজের বাড়ির ছাদেই বানিয়েছেন ভিডিওটি। মেঘান ট্রেনরের (Meghan Trainor) গাওয়া একটি গান ব্যবহার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘কিস মাই অ্যাস’। আসলে ক্যাপশন হিসেবে গানের টাইটেলটাই লিখে দিয়েছেন তিনি। তবে এর পরেই একাধিক কু-মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে হিয়াকে। কেউ লিখেছেন, এমন ভিডিওতে তাকে মানায় না। আবার কেউ লিখেছেন, ক্যাপশনে যেটা লিখেছে তার মানে সে জানে কিনা! নাকি না জেনেই এই সমস্ত কথা লিখে দিয়েছে সে? তবে এই সমস্ত মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে কিছু বলেননি তিনি। কারণ অনেক ছোট থেকেই এই সমস্ত বিষয়ের সাথে অভ্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। এই ঘটনা তার কাছে নতুন কিছু নয়।
Hiya dey: ‘এমন ভিডিওতে তোমাকে মানায় না’, নতুন রিল ভিডিও শেয়ার করে কটাক্ষের মুখোমুখি হিয়া দে
বর্তমানে ছোটপর্দার পরিচিত মুখ হিয়া দে। তবে ছোটপর্দার পাশাপাশি ইতিমধ্যেই বড়পর্দার একটি কাজ করে ফেলেছে সে। পরিচালক অংশুমান প্রত্যুষের পরিচালিত 'নির্ভয়া' ছবিতে দেখা গিয়েছে তাকে। অবশ্য বর্তমানে তিনি স্টার জলসার…

আরও পড়ুন