বিনোদনবাংলা সিরিয়াল

Hiya Dey: বিয়ের পিঁড়িতে পটল, শাঁখা-সিঁদুর পরেই ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়, কটাক্ষের শিকার অভিনেত্রী

×
Advertisement

হিয়া দে টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। অনেক ছোট বয়স থেকেই টেলিভিশন জগতের অভিনেত্রী হিসেবে পা রেখেছেন তিনি। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’তে নাম ভূমিকায় অভিনয় করেছিল সে। সেই থেকে দর্শকমহলের পাশাপাশি নিজের শুটিং ফ্লোরেও পটল নামেই পরিচিত সে। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর দীর্ঘসময় অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিল হিয়া। তবে তারপরে পর্দাতেও ফিরে এসেছিলেন তিনি। অভিনয় করেছেন স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকেও।

Advertisements
Advertisement

বর্তমানের অভিনেত্রী হওয়ার পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেও ভালোই অ্যাক্টিভ তিনি। প্রায়ই নিজের নানা ছবি ও রিল ভিডিও শেয়ার করে থাকেন নিজের ইনস্টাগ্রামের পাতায়। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তবে নিজের ভিডিও কিংবা ছবির জন্য প্রায়ই নেটিজেনদের মাঝে ট্রোল হতে হয় তাকে। অনেকক্ষেত্রে শুনতে হয় নানা কুরুচিকর মন্তব্য। তবে সেই সমস্ত বিষয়কে বিশেষ পাত্তা দিতে নারাজ হিয়া। সম্প্রতি নিজের লুকের জন্যই আবারো চর্চায় ১৪ বছর বয়সী হিয়া।

Advertisements

Advertisements
Advertisement

সম্প্রতি হিয়ার যে ছবিটি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতে দেখা গিয়েছে, সেখানে একেবারে বৌমার সাজে ছিলেন তিনি। শাড়ির পাশাপাশি পরেছিলেন সিঁদুর ও শাঁখা-পলাও। নিজের এই লুক নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। তাকে এই সাজে দেখার পর থেকেই নেটিজেনদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

কেউ কেউ তাকে তার নতুন বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ সরাসরি প্রশ্ন করেছেন তার বিয়ে নিয়ে। আবার কেউ রীতিমতো কটাক্ষের সুরেই তাকে কথার তীরে বিদ্ধ করেছেন। তার শেয়ার করা ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্যের দেখা মিলবে। উল্লেখ্য, সম্প্রতি নিজের এই ছবির জন্যই আবারো চর্চার আলোয় হিয়া।

Related Articles

Back to top button