সম্প্রতি অভিনেত্রী হিয়া দে কালো প্রিন্টেড শাড়িতে একেবারে বং লুকে বানিয়েছিলেন এই রিল ভিডিওটি। এই সাজে আরো বেশ কয়েকটি রিল ভিডিও বানিয়েছেন তিনি, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি ‘ও আন্তাভা’তে রিল ভিডিও বানানোর পরেই তাকে শুনতে হয়েছে একাধিক কুরুচিকর মন্তব্য। কেউ বলেছেন, বাজে নাচ; আবার কেউ বলেছেন, এটা নাচ নাকি অন্য কিছু। এমন একাধিক মন্তব্য পরেছে তার রিল ভিডিওতে।তবে এই সমস্ত মন্তব্যকে এড়িয়ে চলতেই হিয়া বেশি পছন্দ করেন। তবে এবারেও তার অন্যথা হয়নি। তিনি নিজের মর্জি মতোই কাজ করতে স্বচ্ছন্দ। বর্তমানে তিনি স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন। এমনকি ইতিমধ্যেই অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘নির্ভয়া’ ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি।
Hiya Dey: ‘এটা নাচ নাকি অন্যকিছু’, ‘ও আন্তাভা’তে ভিডিও বানিয়ে কটাক্ষের শিকার হিয়া
হিয়া দে ছোটপর্দার পরিচিত একটি মুখ। অনেক ছোট বয়স থেকেই অভিনয় জগৎ-এর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তার অভিনয় শুরু থেকেই নজরে এসেছিল দর্শকদের। ক্ষুদে শিল্পী হিসেবে দর্শকমহলে বেশ পরিচিতি পেয়েছিলেন…

আরও পড়ুন