এদিন শ্রীলংকার বিরুদ্ধে ব্যক্তিগত শত রানের ইনিংসের সুবাদে দুটি রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করেছেন সূর্য কুমার যাদব। প্রথমত, এক বছরেরও কম সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত ৩টি শত রানের ইনিংস এবং দ্বিতীয়ত, ২০২৩ সালে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শত রান করা ব্যাটসম্যান হলেন সূর্য কুমার যাদব। আপনাদের জানিয়ে রাখি, রোহিত শর্মার পর সূর্য কুমার যাদব ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান, যার নামে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক শত রানের ইনিংস রয়েছে।উল্লেখ্য, বর্তমানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার নামে ৪টি টি-টোয়েন্টি শত রানের ইনিংস রয়েছে। সূর্য কুমার যাদবের নামে রয়েছে ৩টি। তাছাড়া ভারতীয় উইকেট রক্ষক তথা ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুলের নামে রয়েছে ২টি শত রানের ইনিংস। পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং দীপক হুডার নামে রয়েছে ১টি করে টি-টোয়েন্ট শত রানের ইনিংস।No surprises there as @surya_14kumar is adjudged Player of the Match for his scintillating unbeaten century in the 3rd T20I. 👏🏾🫡⭐️
— BCCI (@BCCI) January 7, 2023
Details – https://t.co/AU7EaMxCnx #INDvSL #TeamIndia @mastercardindia pic.twitter.com/bbWkyPRH4m
IND Vs SL t20 series: ৬,৬,৬,৬,৬,৬,৬,৬,৬! ঐতিহাসিক ইনিংস সূর্য কুমার যাদবের, গড়লেন অবিশ্বাস্য রেকর্ড
ভারতীয় ক্রিকেটে নয়া ইতিহাস লিখলেন টপ অর্ডার ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। এদিন শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে গড়লেন অবিশ্বাস্য রেকর্ড।…

আরও পড়ুন