Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তাপস পালের মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী নন্দিনী পাল

গত ১৮ ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাংলা অভিনয় জগতের অন্যতম অভিনেতা, প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের। স্বামীকে হারানোর ১৫ দিন পর এবার সেই মৃত্যুর কারণ নিয়ে…

Avatar

গত ১৮ ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাংলা অভিনয় জগতের অন্যতম অভিনেতা, প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের। স্বামীকে হারানোর ১৫ দিন পর এবার সেই মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন অভিনেতার স্ত্রী। কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদের স্ত্রী নন্দিনী পাল স্বামীর মৃত্যুর কারণ নিয়ে বিষ্ফোরক দাবি করেন।

তাঁর স্বামীকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, স্বামীর মৃত্যুর কারণ জানতে তদন্ত দাবি করে ন্যায়বিচারও চেয়েছেন তিনি।একটি প্রথম সারির বাংলা সংবাদমাধ্যমের দাবি, স্বামীকে হারিয়ে ন্যায়বিচার চাইতে মুম্বাইও যান নন্দিনী দেবী। নন্দিনী দেবীকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম আরও জানান যে, তিনি বলেন, ‘মুম্বাইয়ের হাসপাতাল আমার স্বামীকে মেরে ফেলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : পবন গুপ্তের প্রাণভিক্ষার আবেদন খারিজ, ফাঁসির দিন ঘোষণার অপেক্ষায় গোটা দেশ

তাই বিচার চাইতে মুম্বাইয়ে গিয়েছিলাম।’ শারীরিক অসুস্থতার কারণে অভিনেতাকে মুম্বাইয়ের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করলে কর্তৃপক্ষ প্রথম থেকেই তাঁদের সাথে দুর্ব্যবহার করেছেন বলেও জানান তিনি। হাসপাতালের দাবি মতো টাকা জমা করার পরও চিকিৎসকরা চিকিৎসা শুরু করতে দেরি করেন বলে অভিযোগ তাঁর। এরপরই তিনি জানান, ‘স্বামীর সম্পর্কে নানা কথা শুনতে হয়েছে। যা আমি আর মেয়ে নিতে পারছি না। তবে এই মৃত্যুর বিচার চাইবো।’

About Author