হিনা খান (Hina khan)-এর পরিবারের উপর দিয়ে বইছে বিপর্যয়ের ঝড়। এই মুহূর্তে দেশ জুড়ে চলছে রমজান মাস। ইসলাম ধর্মমতে, রমজান যথেষ্ট পবিত্র মাস। এইসময় মুসলমান ধর্মাবলম্বী মানুষরা রোজা রাখেন। কিন্তু এই পবিত্র রমজান মাসে হিনা খান হারিয়েছেন তাঁর সবচেয়ে কাছের মানুষ, তাঁর বাবাকে। 20 শে এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন হিনার বাবা। হঠাৎই এই ধরনের ঘটনায় শোকস্তব্ধ হিনার সমগ্র পরিবার।
কাশ্মীরে শুটিং করছিলেন হিনা। বাবার মৃত্যুসংবাদ শোনা মাত্রই হিনা শুটিং ছেড়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ হিনা। তাঁর বাবার শেষকৃত্য করার পর সোশ্যাল মিডিয়ায় বাবার স্মৃতিচারণ করেছেন হিনা। কিন্তু এর মধ্যেই তাঁর শরীরে অস্বস্তি বোধ হওয়ায় তিনি নিজের কোভিড টেস্ট করান। হিনার রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হিনা এই মুহূর্তে রয়েছেন হোম আইসোলেশনে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও বিধিনিষেধ মেনে চলছেন হিনা। হিনার কোভিড পজিটিভ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হিনার অনুরাগীরা তাঁর সুস্থতা কামনা করেছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now‘বিগ বস-11′-এর অন্যতম প্রতিযোগী হিনা জিততে না পারলেও কালার্স চ্যানেলের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। ‘ইয়ে রিস্তা কেয়া কহলাতা হ্যায়’ সিরিয়ালে ‘অকসারা’-র চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন হিনা। কিন্তু বলিউডে কেরিয়ার গড়ার লক্ষ্য নিয়ে সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন হিনা। তবে ‘কসৌটি জিন্দেগি কি,সিজন-2′-তে কমলিকার ভূমিকায় অভিনয় করেছেন হিনা। কিছুদিনের মধ্যেই সাহির শেখ (sahir sheikh)-এর সঙ্গে হিনার জুটি দেখা যেতে চলেছে একটি মিউজিক ভিডিওয়।