Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন ভূমিকায় হিমা দাস, ভারতীয় অ্যাথলিট হলেন এবার পুলিশ

গুয়াহাটি: ভারতীয় অ্যাথলিট হিমা দাস (Hima Das) এ বার নয়া অবতারে। তিনি এখন অসম (Assam) পুলিশের ডিএসপি (Deputy Superintendent Police)। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে হিমা দাসকে অসম সরকার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ…

Avatar

গুয়াহাটি: ভারতীয় অ্যাথলিট হিমা দাস (Hima Das) এ বার নয়া অবতারে। তিনি এখন অসম (Assam) পুলিশের ডিএসপি (Deputy Superintendent Police)। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে হিমা দাসকে অসম সরকার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের নিয়োগ করল। নিয়োগপত্র হাতে পেয়ে উচ্ছসিত ধিঙ্গ এক্সপ্রেস। অসমের প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল হিমার হাতে নিয়োগপত্র তুলে দেন। হিমা দাস অসমের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, অসম অলিম্পিক কমিটি এবং ডিজিপি ভাস্কর জ্যোতি মহান্তকেও ধন্যবাদ জানিয়েছেন।

ছেলেবেলায় স্বপ্ন দেখতেন বড় হয়ে পুলিশ হবেন। হিমার সেই স্বপ্ন এ বার পূরণ হল। অসম পুলিশের ডিএসপি হওয়ার পর তিনি বলেছেন, “এখানকার সবাই জানেন, আমার আলাদা করে কিছু বলার নেই। স্কুলে পড়ার সময় থেকেই আমার পুলিশ অফিসার হওয়ার ইচ্ছে ছিল। একদিন আমার মাও সেই একই ইচ্ছের কথা বলেছিল।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author