Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাংলার মধ্যে করোনা সংক্রমণে প্রথম কলকাতা, ২৪ ঘন্টায় আক্রান্ত ২২৬১ জন

চলতি বছরের শুরুতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও এপ্রিল মাসের শুরু থেকে লাগামছাড়া হয়ে উঠেছে সংক্রমণ। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে মুখ থুবড়ে পড়েছে ভারত। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায়…

Avatar

চলতি বছরের শুরুতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও এপ্রিল মাসের শুরু থেকে লাগামছাড়া হয়ে উঠেছে সংক্রমণ। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে মুখ থুবড়ে পড়েছে ভারত। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে দৈনিক সংক্রমণ হয়েছে ২ লাখ ৭৩ হাজার জনের। করোনার এমন পরিসংখ্যান গতবছরেও ছিল না। গোটা দেশের পাশাপাশি সংক্রমণে জর্জরিত বাংলা। একুশে বিধানসভা নির্বাচনে মাঝে বাংলায় করোনা আরও পাল্লা দিয়ে বাড়ছে। আসলে রাজ্যের প্রান্তে প্রান্তে চলছে জনসভা ও রোড শো। আর তাতেই সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে মেলামেশা করছে মানুষ। এর জন্যই বাংলায় করোনা পাল্লা দিয়ে বাড়ছে। বাংলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতায়।

পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৪২৬ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কলকাতায়। অতিরিক্ত সংক্রমণ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২২৬১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৮০১ জন। এছাড়া হাওড়াতে আক্রান্ত হয়েছেন ৫২৭ জন। অন্যদিকে উদ্বেগ সৃষ্টি করছে প্রতিদিন মৃত্যুহারের বৃদ্ধি। কলকাতায় গতকাল মৃত্যু হয়েছে ১২ জনের। পুরো বাংলায় গতকালের মৃত্যুর সংখ্যা ছিল ৩৮ জন। পরিসংখ্যান অনুযায়ী এতদিনে করোনার কারণে বাংলা থেকে মোট মৃতের সংখ্যা ১০৬০৬ জন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনী আবহে করোনার রমরমা দেখে কলকাতায় বড় জনসভা করবেন না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে নির্বাচনী প্রচারে করণা অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে। তাই কলকাতা পরিস্থিতি আরো ভয়ঙ্কর যাতে না হয় তার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য ৩-৪ দিনের মধ্যে রাজ্যে ৪৫০০ কোভিড বেড বাড়ানো হবে।

About Author