Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জেলে বসেই চলছে দেদার মদ খাওয়া, ভিডিও প্রকাশ্যে আসতেই অবাক দেশের আমজনতা

রাজস্থান: জেল বলতে আমাদের মাথায় আসে একটা বদ্ধ অন্ধকার ঘর আর পোড়া রুটি। তাই কথায় বলে পাপ করলে জেলে জেতে হবেই। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি জেলে বসে বন্দিরা মদ্যপান…

Avatar

রাজস্থান: জেল বলতে আমাদের মাথায় আসে একটা বদ্ধ অন্ধকার ঘর আর পোড়া রুটি। তাই কথায় বলে পাপ করলে জেলে জেতে হবেই। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি জেলে বসে বন্দিরা মদ্যপান করছে সঙ্গে মাংস খাচ্ছে। প্রথমে অনেকেরই এই ঘটনা শুনে চমক লাগবে কিন্তু এটাই সত্যি। কারন এমনটাই বারবার ঘটে থাকে রাজস্থানের হনুমানগড় জেলে!

যেখানে বসে বন্দীরা দেদারে বিক্রি করেন আফিম ও ড্রাগ। এছাড়াও এই জেলে চলে আরও নানা অরাজকতা। এর আগেও অনেক বিতর্কে এসেছে এসেছে এই জেলকে ঘিরে। কিন্তু তাতে জনো লাভই হয়নি । কিছদিন আগেই জেলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, সেই ভিডিওতে দেখা যায় বন্দিরা জেলে বসেই মদ্যপান করছে সঙ্গে মাংস খাচ্ছে। আর এই ভিডিও প্রকাশ্যে আস্তেই চক্ষু ছানাবড়া দেশের আম জনতার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তাদের মতে দেশটা কি একেবারেই রসাতলে গেলো ? ভিডিওর সাথে সাথে ভাইরাল হয় কিছু ছবিও যেখানে দেখা গেছে বন্দীরা বসে বসে টাকা গুনছে। শোনা গেছে এর আগেও ওই জেলে এরকম ঘটনা প্রায়ই ঘটতো।

ভিডিওতে এক বন্দী বলছে, “আজ মদের বোতল আসেনি৷অন্যদিকে অপর এক কয়েদি বলেন এই নিয়ে এবার ঠিক করে কথা বলতে হবে”। কিন্তু একাধিকবার এই জেল নিয়ে প্রশ্ন উঠলেও সেই নিয়ে অবশ্য কনো সুরাহা হয়নি। দিনের পর দিন এমন করেই চলে এসেছে।আর এভাবেই চলবে বলে মনে করছেন অনেকে । জেলের মতন কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই বেনিয়মের কাজ কারবার চলছে তা জানতে আগ্রহী অনেকেই।

About Author