Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই ১ লাখ টাকার মোটরসাইকেল জনপ্রিয় হয়ে উঠেছে, বাইক কেনার জন্য পাগল আমজনতা

ভারতীয় গ্রাহকদের মধ্যে দু'চাকার গাড়ির চাহিদা ক্রমাগত বাড়ছে। যদি বিক্রয়ের লিস্টের দিকে তাকান তাহলে দেখতে পাবেন গত মাসে আবারও হিরো স্প্লেন্ডার এই সেগমেন্টে শীর্ষ স্থান অর্জন করেছে। হিরো স্প্লেন্ডার গত…

Avatar

ভারতীয় গ্রাহকদের মধ্যে দু’চাকার গাড়ির চাহিদা ক্রমাগত বাড়ছে। যদি বিক্রয়ের লিস্টের দিকে তাকান তাহলে দেখতে পাবেন গত মাসে আবারও হিরো স্প্লেন্ডার এই সেগমেন্টে শীর্ষ স্থান অর্জন করেছে। হিরো স্প্লেন্ডার গত মাসে মোট ৩,০৪,৬৬৩ ইউনিট মোটরসাইকেল বিক্রি করেছে।

স্প্লেন্ডার মোট ৩,৪২,৫২৬ ইউনিট মোটরসাইকেল বিক্রি করেছিল

ঠিক ১ বছর আগে অর্থাৎ ২০২৩ সালের মে মাসে হিরো স্প্লেন্ডার মোট ৩,৪২,৫২৬ ইউনিট মোটরসাইকেল বিক্রি করেছিল। এই সময়ে হিরো স্প্লেন্ডারের বিক্রি কমেছে ১১.০৫ শতাংশ। এ প্রসঙ্গে এটা জেনে রাখা ভাল যে হিরো স্প্লেন্ডার এই বিক্রয়ের সুবাদে একাই ২৬.৬৮% বাজার দখল করে রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১০ টি সর্বোচ্চ টু-হুইলার সেল

গত মাসে ১০ টি সর্বোচ্চ টু-হুইলার সেল সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক। বিক্রির এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হোন্ডা অ্যাক্টিভা। এই সময়ে হোন্ডা অ্যাক্টিভা মোট ২,১৬,৩৫২ ইউনিট স্কুটার বিক্রি করেছে। একই সঙ্গে বিক্রির এই তালিকায় তিন নম্বরে রয়েছে হোন্ডা শাইন। এ সময়কালে হোন্ডা শাইন মোট ১ লাখ ৪৯ হাজার ৫৪ ইউনিট মোটর সাইকেল বিক্রি করেছে। হোন্ডা শাইনের বিক্রি বেড়েছে ৪৩.৭৪ শতাংশ।

hero splendor top 10 best selling bike list

বিক্রির এই তালিকায় চার নম্বরে রয়েছে বাজাজ পালসার। এই সময়ে বাজাজ পালসার মোট ১,২৮,৪৮০ ইউনিট মোটরসাইকেল বিক্রি করেছে। এ ছাড়া হিরো এইচএফ ডিলাক্স বিক্রির এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে। হিরো এইচএফ ডিলাক্স মোট ৮৭ হাজার ১৪৩ ইউনিট মোটর সাইকেল বিক্রি করেছে। আলোচ্য এই সময়কালে মোটর সাইকেলের বিক্রি বার্ষিক ২০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। অন্যদিকে বিক্রির এই তালিকায় ছয় নম্বরে টিভিএস জুপিটার। টিভিএস জুপিটার মোট ৭৫,৮৩৮ ইউনিট স্কুটার বিক্রি করেছে।

টিভিএস রাইডার বিক্রি বার্ষিক ভিত্তিতে ৮.১৬% বৃদ্ধি পেয়েছে

এ ছাড়া বিক্রির এই তালিকায় সাত নম্বরে ছিল সুজুকি অ্যাক্সেস। এই সময়ের মধ্যে অ্যাক্সেস মোট ৬৪,৬১৮ ইউনিট স্কুটার বিক্রি করেছে। অন্যদিকে এই বিক্রির তালিকায় আট নম্বরে রয়েছে টিভিএস এক্সএল। এক্সএল মোট ৪০,৩৯৪ ইউনিট বিক্রি হয়েছে। নয় নম্বরে ছিল টিভিএস অ্যাপাচি। টিভিএস রাইডার এই বিক্রির তালিকায় দশ নম্বরে রয়েছে। টিভিএস রাইডার বিক্রি বার্ষিক ভিত্তিতে ৮.১৬% বৃদ্ধি পেয়েছে।

About Author