Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৩৫ হাজার টাকায় ঘরে আনুন Hero Splendor, অফার লিমিটেড

আমাদের দেশের বহু মানুষ প্রতিদিন বাইকে যাতায়াত করেন। এখনও কিছু মানুষ আছেন যারা বাজেট না থাকার কারণে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরিকল্পনা করছেন। আপনি যদি কম বাজেটে নিজের জন্য একটি…

Avatar

আমাদের দেশের বহু মানুষ প্রতিদিন বাইকে যাতায়াত করেন। এখনও কিছু মানুষ আছেন যারা বাজেট না থাকার কারণে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরিকল্পনা করছেন। আপনি যদি কম বাজেটে নিজের জন্য একটি বাইক কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজ আমরা আপনাদের জন্য কম দাম ও ভালো পারফরম্যান্সের একটি বাইক নিয়ে এসেছি। জনপ্রিয় এই বাইক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিনতে পারবেন।

আমরা যে বাইকটির কথা বলছি সেটি হিরো মোটোকর্পের সুপার স্প্লেন্ডার ২০১৫ মডেল। এই বাইকটি OLX এ তালিকাভুক্ত করা হয়েছে, যার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা। শুধু তাই নয়, এই বাইকটি এখনও পর্যন্ত মাত্র ২৫,০০০ কিলোমিটার চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক এটি সম্পর্কে বিস্তারিত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হিরো মোটোকর্পের সুপার স্প্লেন্ডার বাজারে এসেছে ১২৫ সিসি টিওডি (টর্ক-অন-ডিমান্ড) ইঞ্জিন নিয়ে, যা ৪ স্পিড গিয়ারবক্স দিয়ে সজ্জিত। এই ইঞ্জিনটি পুরানো মডেলের চেয়ে ভাল এবং ৭ হাজার ৫০০ আরপিএমে ১১.৪ পিএস শক্তি এবং ৬ হাজার আরপিএমে ১১ এনএম পিক টর্ক উৎপন্ন করে।

Hero Splendor second hand model OLX

কোম্পানি ৫৭ হাজার ১৯০ টাকার এক্স-শোরুম মূল্যের সাথে এটি বাজারে নিয়ে এসেছে। কিন্তু আপনার যদি বাজেট না থাকে তাহলে OLX এ থাকা অফারের সাহায্যে মাত্র ৩৫ হাজার টাকায় বাইকটি কিনতে পারবেন। এই অফার সম্পর্কে আরও তথ্যের জন্য আপনি OLX ওয়েব সাইটে গিয়ে দেখে নিতে পারবেন।

About Author