Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ১০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে Hero Splendor Plus, ৮০ কিমি মাইলেজ সহ পাবেন অবিশ্বাস্য ফির্চাস

এই মুহূর্তে যদি আপনি ব্র্যান্ড নিউ বাইক ক্রয় করতে চান, সেক্ষেত্রে আজকের নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ুন। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, কিভাবে 10,000 টাকায় আপনি একটি সুপার বাইক ক্রয়…

Avatar

এই মুহূর্তে যদি আপনি ব্র্যান্ড নিউ বাইক ক্রয় করতে চান, সেক্ষেত্রে আজকের নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ুন। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, কিভাবে 10,000 টাকায় আপনি একটি সুপার বাইক ক্রয় করতে পারবেন। আজ আমরা আপনাদের বলে রাখি, Hero Splendor Plus Xtec বাইকটি আপনি মাত্র 10 হাজার টাকা বিনিয়োগ করে ক্রয় করতে পারবেন। তবে তার জন্য কয়েকটি সহজ নিয়ম মেনে চলতে হবে। নিয়মগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পূর্বে চলুন জেনে নেওয়া যাক, Hero Splendor Plus Xtec বাইকের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-

প্রথমেই যদি Hero Splendor Plus Xtec বাইকের। শক্তিশালী ইঞ্জিনের কথা বলি, তবে Hero Splendor Plus বাইকটিতে একটি 97.2cc ইঞ্জিন রয়েছে যা 8000 rpm-এ সর্বাধিক 8.02 hp পাওয়ার আউটপুট এবং 6000 rpm-এ 8.05 Nm এর সর্বোচ্চ টর্ক প্রদান করে। পাশাপাশি দুর্দান্ত এই গাড়িতে 9.8 লিটারের বিশাল জ্বালানি ট্যাঙ্ক প্রদান করা হয়েছে কোম্পানির তরফ থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া যদি এই বাইকের অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে সম্পূর্ণ ডিজিটাল মিটার, সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে, USB চার্জিং পোর্ট এবং রিয়ার টাইম মাইলেজ রিডআউট, ইনকামিং এবং মিসড কল অ্যালার্টের মতো দুর্দান্ত ফির্চাস দেখা যাবে। শুধু তাই নয়, হিরোর এই গাড়িটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর মাইলেজ। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, বাইকটি লিটার প্রতি তেলে 83.2 কিলোমিটার চলতে সক্ষম।

যদি শক্তিশালী এই গাড়িটির দামের কথা বলি, সেক্ষেত্রে অন রোড আপনি মাত্র 93,818 টাকায় ক্রয় করতে পারবেন Hero Splendor Plus Xtec। তবে আপনি যদি ডাউনপেমেন্ট হিসাবে প্রথমে 9000 টাকা প্রদান করেন তবে 9.7% সুদের হারে 3 বছরের জন্য 84,818 টাকার লোন পরিশোধ করেন তবে আপনাকে প্রতি মাসে 2,725 টাকা EMI দিতে হবে। অর্থাৎ, আপনি চাইলে 9,000 টাকা বিনিয়োগ করে সহজ কিস্তিতে ক্রয় করতে পারবেন গাড়িটি।

About Author