টেক বার্তানিউজ

Hero-র নতুন 125cc বাইক লঞ্চ, 85km মাইলেজ আর 110km স্পিডে বাজিমাত

ভারতীয় বাইকপ্রেমীদের জন্য সুখবর। দেশের অন্যতম জনপ্রিয় কমিউটার বাইক ব্র্যান্ড Hero আবারও বাজারে আনতে চলেছে নতুন চমক। আসছে Hero Splendor Plus 125 (2025 edition), যেখানে মিলবে শক্তিশালী ইঞ্জিন, প্রিমিয়াম লুক আর আধুনিক ফিচারের সমাহার। কম দামে ভালো মাইলেজ খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য এটি হতে চলেছে সেরা বিকল্প।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

ইঞ্জিন ও পারফরম্যান্স

নতুন Splendor Plus 125 মডেলে থাকছে 97.2cc এয়ার-কুল্ড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা প্রায় 8PS পাওয়ার এবং 8Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। Hero-র বিশেষ i3S idle start-stop প্রযুক্তি এবং fuel-injection system যুক্ত এই বাইক দাবি করছে প্রায় 70-80 কিমি/লিটার মাইলেজ। শহর বা ছোট শহরের নিয়মিত যাতায়াতের জন্য এই পারফরম্যান্স আদর্শ বলেই ধরা হচ্ছে।

আরাম ও হ্যান্ডলিং

ওজন মাত্র 112 কেজির কাছাকাছি হওয়ায় বাইকটি হালকা এবং সহজে ট্রাফিকে নিয়ন্ত্রণ করা যাবে। একটানা যাত্রায়ও আরাম বজায় রাখবে well-cushioned single seat, উঁচু হ্যান্ডেলবার এবং সঠিক জায়গায় বসানো ফুটপেগ। Telescopic front suspension আর adjustable rear shock absorbers খারাপ রাস্তায়ও মসৃণ রাইডিং অভিজ্ঞতা দেবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

আধুনিক ফিচার

২০২৫ সালের সংস্করণে আধুনিকতার ছোঁয়া মিলছে বেশ কয়েকটি ফিচারে। এর মধ্যে রয়েছে—

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
  • Semi-digital instrument cluster (ট্রিপ মিটার ও ফুয়েল গেজ সহ)

  • USB mobile charging port

  • Side-stand engine cut-off

  • Tubeless tyres
    এছাড়াও প্রিমিয়াম ভ্যারিয়েন্টে থাকবে Bluetooth connectivity এবং real-time riding info app support, যা স্মার্টফোনে রাইডারের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেবে।

নিরাপত্তা

নিরাপত্তার ক্ষেত্রে বাইকটিতে রয়েছে Bosch Integrated Braking System (IBS), যা ব্যালেন্সড ব্রেকিং নিশ্চিত করে। এর পাশাপাশি ফ্রন্ট ডিস্ক ব্রেকের বিকল্প ও কিছু ভ্যারিয়েন্টে ABS (Anti-lock Braking System) যোগ হচ্ছে। শক্ত গ্রিপের টায়ার হঠাৎ ব্রেক কষলেও রাইডারকে আত্মবিশ্বাস জোগাবে।

দাম ও সিদ্ধান্ত

নতুন Hero Splendor Plus 125-এর দাম বাজারে আনুমানিক 74,900 থেকে 80,000 (ex-showroom) এর মধ্যে থাকতে পারে। কম মেইনটেন্যান্স খরচ, দুর্দান্ত মাইলেজ এবং Hero-র বিশাল সার্ভিস নেটওয়ার্ক মিলিয়ে এই বাইক ২০২৫ সালের অন্যতম সেরা commuter bike হতে চলেছে।

সার্বিকভাবে দেখা যাচ্ছে, Hero Splendor Plus 125 (2025) প্রথাগত পারফরম্যান্সের সঙ্গে যুক্ত করছে নতুন প্রজন্মের ফিচার। তাই এটি নিঃসন্দেহে ভারতীয় বাইকপ্রেমীদের কাছে এ বছরের অন্যতম আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Articles