আজকের দিনে দাঁড়িয়ে ভারতের রাস্তায় সব থেকে বেশি যে বাইক চলে সেটা হল হিরো কোম্পানির বাইক। আজকের দিনে ৩৩ কোটিরও বেশি দুই চাকার গাড়ি ভারতের রাস্তায় চলে থাকে। এ সত্ত্বেও অনেক এমন লোক রয়েছেন যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান। আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। আপনার যদি বাজেট কম হয় অর্থাৎ আপনি একটি নতুন বাইক কিনতে না পারেন তাহলে আপনার জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের কিছু অপশন রয়েছে। হিরো কোম্পানির একটি নতুন বাইক আপনাদের জন্য রয়েছে একেবারে সেরা কন্ডিশনে এবং এটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ৩০ হাজার টাকা দামে। চলুন তাহলে এই নতুন বাইকটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই বাইকের নাম হিরো প্যাশন প্রো। এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ১১০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যার মধ্যে লিকুইড কুল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই বাইকে আপনারা ৮ পিএস শক্তি পাচ্ছেন এবং এর ইঞ্জিন ১০ নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। এই বাইকে আপনারা প্রতি লিটারে ৬৫ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাচ্ছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই বাইকের এক্স শোরুম দাম ৭৫ হাজার টাকার কাছাকাছি। আপনি যদি নতুন এই বাইক কিনেন তাহলে কিন্তু আপনাকে ৭৫ হাজার টাকাই দিতে হবে। কিন্তু আপনি যদি পুরনো বাইক কিনতে চান তাহলে কিন্তু অনেক কম দামে আপনি এই বাইকটা পেয়ে যাবেন। আপনি ওএলএক্স ওয়েবসাইটে এখন হিরো মোটকর্পের এই নতুন বাইক কিনতে পাচ্ছেন। এই বাইকের দাম রাখা হয়েছে মাত্র ৩০ হাজার টাকা। এই বাইকটি আদতে একটি ২০১০ সালের মডেল এবং এখনো পর্যন্ত মোট ৩০ হাজার কিলোমিটার চালানো হয়েছে এই বাইকটি।