Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে হাই স্পিড ইলেকট্রিক বাইক লঞ্চ করল হিরো, এক চার্জে চলবে ১৬০ কিমি

সম্প্রতি Auto Expo 2020 ইভেন্টে Hero Electric বিভিন্ন নতুনত্ব যুক্ত প্রোডাক্ট আনল। Hero-র ইলেকট্রিক মোটরসাইকেল AE-47 জনসমক্ষে আসল। প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হওয়া এই মোটরসাইকেল সম্পর্কে Hero Electric-এর ম্যানেজিং ডিরেক্টর নবীন…

Avatar

সম্প্রতি Auto Expo 2020 ইভেন্টে Hero Electric বিভিন্ন নতুনত্ব যুক্ত প্রোডাক্ট আনল। Hero-র ইলেকট্রিক মোটরসাইকেল AE-47 জনসমক্ষে আসল। প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হওয়া এই মোটরসাইকেল সম্পর্কে Hero Electric-এর ম্যানেজিং ডিরেক্টর নবীন মঞ্জাল জানান, গ্রাহকরা চাইলে AE-47-এ আপগ্রেড করতে পারবে, এই মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হয়েছে। সুপারবাইককে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এই হাই স্পিড বাইক।

GPS, GPRS, রিয়েল টাইম ট্র্যাকিং ও জিওফেন্সিং-এর সুবিধা যুক্ত Hero Electric AE-47 হাই পারফর্মেন্স ইলেকট্রিক মোটরসাইকেলে একবার চার্জ দিলে ১৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে।এর গতবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার।Hero Electric AE-47-এ রয়েছে একটি ৪,০০০ ওয়াটের ইলেকট্রিক মোটর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : জিও-র বাম্পার অফার, জিও ব্যবহারকারীরা পাবেন ফ্রি রিচার্জ

Hero Electric AE-47-এ থাকছে একটি 48V/3.5 kWh পোর্টেবল লিথিয়াম ব্যাটারি, যা ১০০ শতাংশ চার্জ হতে সময় নেবে ৪ ঘন্টা। মাত্র ৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছাতে পারবে Hero Electric AE-47। ভারতে Hero Electric AE-47 আনুমানিক ১ লক্ষ ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা।

About Author