Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ব্যাপক সস্তায় Hero নিয়ে আসছে ইলেকট্রিক বাইক, একবার চার্জ করেই চলবে ২৪০ কিমি

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক…

Avatar

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। সম্প্রতি ভারতীয় গ্রাহকরা, ভারতের বেস্ট সেলিং বাজেট মূল্যের বাইক হিরো স্প্লেন্ডারের ইলেকট্রিক ভ্যারিয়েন্ট লঞ্চ হবে বলে আশা প্রকাশ করেছেন।

সাধ্যের মধ্যে বাইকের কথা মাথায় এলেই সকলের মনে ভেসে ওঠে একটাই ব্র্যান্ড, সেটি হল হিরো। এই কোম্পানির বাজেট মূল্যের Hero Splendor বাইকটি ব্যাপক জনপ্রিয়। এই বাইকের দাম যেমন কম, ঠিক তেমনই মাইলেজ দেয় অনেকটাই।আসলে বর্তমানে একদিকে পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং অন্যদিকে পরিবেশের কথা খেয়াল করে নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ইলেকট্রিক বাইক বা স্কুটি কেনার। এই সময় যদি অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড Hero MotoCorp তাঁদের ইলেকট্রিক বাইক লঞ্চ করে তাহলে তা প্রচন্ড জনপ্রিয় হতে বাধ্য। আর এমনিতেই ভারতের বাজারে Splendor এর ব্যাপক সুনাম রয়েছে। তবে তা লঞ্চ করার আগে আপনি এখনই একটি ইলেকট্রিক কিটের মাধ্যমে আপনার পুরনো Splendor বাইককে ইলেকট্রিক বাইকে রূপান্তর করতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মহারাষ্ট্র ভিত্তিক GOGOA1 কোম্পানি ইলেকট্রিক বাইকের জন্য বৈদ্যুতিক কিট প্রস্তুত করে। আর একই কোম্পানি ইলেকট্রিক হিরো স্প্লেন্ডারের জন্য একটি কিট তৈরি করছে। কোম্পানি ইলেকট্রিক হিরো স্প্লেন্ডারে ৪kwh ক্ষমতার একটি ফিক্সড ব্যাটারি প্যাক দিয়েছে। এছাড়াও, কোম্পানি এই বাইকে অতিরিক্ত স্টোরেজ স্পেস দিচ্ছে, যার মাধ্যমে আরও ২kWh ব্যাটারি প্যাক ইনস্টল করা যাবে। এতে করে বাইকের রেঞ্জ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো যায়। এই ইলেকট্রিক বাইকে ৪kwh ক্ষমতার ব্যাটারি প্যাকটির সাথে আপনি ১২০ কিলোমিটারের রেঞ্জ পাবেন এবং ৬kwh ব্যাটারি প্যাকের সাথে আপনি ১৮০ কিলোমিটার রেঞ্জ পাবেন। আপনি যদি ৮kwh ব্যাটারি প্যাকটি বেছে নেন তাহলে আপনি ২৪০ কিলোমিটার রেঞ্জ পাবেন। এই বাইক লঞ্চ হলে যে ব্যাপক জনপ্রিয় হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বাইকটি কবে লঞ্চ হবে সেই নিয়ে আনুষ্ঠানিক কিছু ঘোষণা করেনি Hero কোম্পানি।

About Author