বর্তমান যুগে সারা ভারতে বিদ্যুৎ চালিত গাড়ি এবং বাইক জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। আজকের দিনে দাঁড়িয়ে সকলেই নিজের একটি ইলেকট্রিক যানবাহন চাইছেন। এই মুহূর্তে বহু অটোমোবাইল নির্মাতা ভারতের বাজারে তাদের ইলেকট্রিক গাড়ি এবং বাইক নিয়ে চলে এসেছে। একের পর এক ইলেকট্রিক গাড়ি এবং বাইক বর্তমানে ভারতের বাজার দখল করতে শুরু করেছে। আজকে আমরা আপনাদের এমন একটি দারুণ ইলেকট্রিক অটোমোবাইলের ব্যাপারে জানাবো, যা কোম্পানিটি খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। সম্ভাবনা আছে এই বছরই এই ইলেকট্রিক বাইক ভারতের বাজারে লঞ্চ করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক।
আপনারা হয়তো সকলেই জানেন বর্তমানে ভারতের সবথেকে জনপ্রিয় বাইকের মধ্যে একটি হল হিরো স্প্লেন্ডার। কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন দেবার জন্য এই বাইকটির তুলনা হয় না। সেই কারণে ভারতের বাজারে এই হিরো স্প্লেন্ডার বাইক এর একটি আলাদা রকমের জনপ্রিয়তা রয়েছে। এই বাইকে আপনারা সমস্ত রকমের ফিচার পেয়ে যাচ্ছেন। তবে এবারে সম্প্রতি এই হিরো স্প্লেন্ডার বাইকের একটি ইলেকট্রিক ভার্সন লঞ্চ হতে চলেছে। এখানে ইঞ্জিন এবং কম্পনেন্ট পাল্টে দিয়ে সেখানে ব্যাটারি ফিট করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তার সাথেই হেড ল্যাম্পের জায়গায় দেওয়া হয়েছে অ্যালয় রিম এবং স্ট্যান্ডার্ড স্টেনলেস স্টিলের গ্রেডের জায়গায় ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পিস প্লাস্টিক ব্রেব গ্রিল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইলেকট্রিক ভার্সন হলেও, এই বাইকের মাইলেজ এখনো পর্যন্ত একই রকম রয়েছে। একবার চার্জ দিলে এই বাইকটি সর্বাধিক ৩০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এর আগে ভারতীয় বাইক নির্মাতা কোম্পানি যে ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছিল সেখানেও মোটামুটি এরকম রেঞ্জ পাওয়া যেত। তাই আশা করা যাচ্ছে এবার হয়তো ইলেকট্রিক বাইকেও থেকেও ভালো রেঞ্জ অফার করবে হিরো।