Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশের সবচেয়ে সস্তা স্বয়ংক্রিয় গাড়ি Maruti S-Presso, তাড়াতাড়ি কিনুন

আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন গাড়ি কেনার শখ থাকলেও সেই শখ পূরণ করার সামর্থ্য থাকে না। কিছু কোম্পানির নতুন দাম এতটাই বেশি হয় যে সকলে এই নতুন গাড়ি নিজের টাকা…

Avatar

আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন গাড়ি কেনার শখ থাকলেও সেই শখ পূরণ করার সামর্থ্য থাকে না। কিছু কোম্পানির নতুন দাম এতটাই বেশি হয় যে সকলে এই নতুন গাড়ি নিজের টাকা দিয়ে কিনতে পারেন না। তাই তাদের জন্যই একেবারে বাজেট রেঞ্জের মধ্যে নতুন গাড়ি নিয়ে আসে মারুতি সুজুকি। এই কোম্পানিটি এই কারণেই এখন ভারতের সবথেকে বড়ো গাড়ি নির্মাতা কোম্পানি। এই কোম্পানির Alto থেকে শুরু করে Swift গাড়ির কদর সারা ভারতেই ব্যাপক। তবে, আজকে আমরা এই কোম্পানির একটি নতুন ধরনের গাড়ির ব্যাপারে কথা বলবো।

মানুষ এখন নতুন ধরনের কিছু গাড়ি কিনতে পছন্দ করছে। এই কারণেই এখন অটোমেকাররাও বাজারে বিভিন্ন নয়া ফিচার ও স্টাইল সম্বলিত গাড়ি লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। ম্যানুয়াল গিয়ারবক্স গাড়ির পাশাপাশি স্বয়ংক্রিয় গিয়ারবক্সযুক্ত গাড়িও এখন মানুষ বেশ পছন্দ করছেন। আজ আপনাদের এমনই একটি গাড়ির কথা বলবো, যে গাড়িটি আসছে সোজা Maruti Suzuki কোম্পানির পক্ষ থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একটি স্বয়ংক্রিয় গিয়ারবক্স সহ একটি গাড়িতে গিয়ার পরিবর্তনের কোনও টেনশন থাকছেনা। এ ছাড়া এই গাড়ি কিনতেও আপনাকে কিনতে বেশি টাকা খরচও করতে হবে না। বর্তমানে, স্বয়ংক্রিয় গিয়ারবক্সসহ Maruti S-Presso দেশের সবচেয়ে সস্তা গাড়ি। কোম্পানি এই গাড়ির প্রারম্ভিক মূল্য ৪.২৫ লক্ষ টাকা রেখেছে, যা একজন মধ্যবিত্ত সাধারন মানুষের রোজকার ব্যবহারের জন্য একেবারে পারফেক্ট।

এই স্বয়ংক্রিয় গাড়িটিতে থাকছে একটি ৯৯৮ সিসি ইঞ্জিন, যা ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় ডুয়াল ট্রান্সমিশনের সাথে আসছে। ইঞ্জিনের শক্তির কথা বললে, এই ইঞ্জিনটি ৬৫.৭১bhp শক্তি এবং ৮৯Nm টর্ক জেনারেট করতে সক্ষম। অন্যদিকে, মাইলেজের দিক থেকে এই গাড়িটি ২১.৭ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। এই স্বয়ংক্রিয় গাড়িটিতে রয়েছে আরো বেশ কিছু ফিচার। Acer VXI Opt AT ভেরিয়েন্টের মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল, পাওয়ার অ্যাডজাস্টেবল ORVM, টাচ স্ক্রিন, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, এবং পাওয়ার উইন্ডো ফ্রন্ট মাইন্ড ফিচার পাওয়া যাবে এই গাড়িতে যা এই গাড়িকে করছে খুবই স্পেশাল।

About Author