Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shristi Pandey: রাজ চক্রবর্তীর ভাগ্নিকে চেনেন? নেটমাধ্যমে তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী, দেখুন ছবি

সৃষ্টি পান্ডে বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। স্টার জলসার 'ফেলনা' ধারাবাহিকের সূত্র ধরেই প্রথম দর্শকদের মাঝে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন সৃষ্টি। এই মুহূর্তে রাজ চক্রবর্তী পরিচালিত অন্যতম জনপ্রিয় ধারাবাহিক…

Avatar

সৃষ্টি পান্ডে বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকের সূত্র ধরেই প্রথম দর্শকদের মাঝে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন সৃষ্টি। এই মুহূর্তে রাজ চক্রবর্তী পরিচালিত অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গোধূলি আলাপ’এ অ্যাডভোকেট অরিন্দম রায়ের ভাগ্নির চরিত্রে অভিনয় করছেন সৃষ্টি। ধারাবাহিককে তার চরিত্রের নাম ডোনা। উল্লেখ্য, গোধূলি আলাপে অ্যাডভোকেট অরিন্দম রায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অন্যতম জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেনকে। এছাড়াও রয়েছেন সোহাগ সেনের, সুমন্ত মুখার্জ্জীর মতো বড় বড় অভিনেতারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমান প্রজন্মের কাছে সৃষ্টি পাণ্ডে খুব একটা অপরিচিত নন। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তার পরিচিতি রয়েছে ভালোই। তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর ভাগ্নি। রাজ চক্রবর্তী পরিচালিত ধারাবাহিকে প্রায়ই দেখা মেলে তার। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই রাজ-শুভশ্রীর সাথে একাধিক ছবির দেখা মিলবে। শুভশ্রী গাঙ্গুলী সম্পর্কে মামী হলেও তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অভিনেত্রীর, তা তাদের দেখলেই স্পষ্ট হয়। ইউভানের সাথেও ভালোই বন্ধুত্ব সৃষ্টির। মাঝে মাঝেই তার সাথে খেলতে দেখা যায় তাকে। তার ঝলকও সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে। উল্লেখ্য, ইনস্টাগ্রামে সৃষ্টির ফলোয়ার্স সংখ্যা ৩৫ হাজারেরও বেশি।

ছোটপর্দার অভিনেতা অর্ণব বিশ্বাসের সাথে সৃষ্টির বন্ধুত্ব নজর কেড়েছে নেটিজেনদের। স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে একসাথে অভিনয় করতেও দেখা গিয়েছিল তাদের। এই মুহূর্তে অর্ণবকে স্টার জলসারই নতুন ধারাবাহিক ‘বৌমা একঘর’এ দেখা যাচ্ছে। ‘ফেলনা’ ধারাবাহিকের সময় থেকেই সৃষ্টি ও অর্ণবের মাঝে যে একটা বিশেষ বন্ধুত্ব তৈরি হয়ে উঠেছে, তা নজর এড়ায়নি নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়াতেও তাদের একসাথে দেখা যায় প্রায়ই। আপাতত নিজের কারণেই চর্চায় সৃষ্টি। সোশ্যাল মিডিয়াতে তার বেশ কিছু ছবি ভাইরাল হতেই চর্চায় অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে যথেষ্ট স্টাইলিশ ও বোল্ড অভিনেত্রী সৃষ্টি, তা তার ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। ট্র্যাডিশনাল হোক কিংবা ওয়েস্টার্ন যেকোনো ধরনের পোশাকেই নিজেকে খুব ভালোভাবে ক্যারি করতে পারেন সৃষ্টি। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ তিনি। প্রায়ই নিজের বানানো রিল ভিডিও কিংবা ছবি শেয়ার করে থাকেন তিনি, যা তার অনুরাগীদের মাঝে ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। কখনো কখনো শুটিং সেট থেকেও একাধিক ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী, যা দেখতে পছন্দও করেন নেটনাগরিকদের একাংশ।

About Author