নিউজরাজ্য

সাবধান! ধেয়ে আসছে বজ্র-বিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাত এই ৫ জেলায়, জারি করা হলো হাই অ্যালার্ট!

Advertisement
Advertisement

গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আজ বৃহস্পতিবার কখনও রোদ আবার কখনও মেঘ, এভাবেই দিন শুরু হয়েছে কলকাতাই। আজ প্রবল বৃষ্টি হতে পারে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রধানত গত বুধবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছিল। অপরদিকে আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তার দরুন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button