আমফান চলে গিয়েছে তাও ১০ দিন হয়ে গেলো। কিন্তু এখনো বাংলার বেশ কিছু এলাকাতে ধ্বংসের চিহ্ন রয়ে গেছে। কলকাতা শহরে পরিস্তিতি স্বাভাবিক হলেও এখনও দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বাড়ি-ঘর ভেঙে আছে। গাছ চারিদিকে উপড়ে পড়ে রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআজ সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বেশ কিছু এলাকাতে ঝড়-বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল প্রবল মেঘের গর্জন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, আজ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে।
আগামী দু-এক ঘন্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলিতে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে আগামী কাল থেকেই উত্তরবঙ্গে শুরু হতে পারে ঝড়-বৃষ্টির দাপট। আবহবিদদের অনুমান অনুযায়ী, কাল থেকেই করলে বর্ষা ঢুকবে। আর তারপরই সপ্তাহের মাঝ দিয়ে বাংলাতে ঢুকতে পারে বর্ষা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।