কলকাতানিউজরাজ্য

আবহাওয়ার খবর : রাজ্যের যে ৫ জেলায় অতিভারীর বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

আজ সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে সকালে হালকা বৃষ্টি হয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই পাঁচ জেলাতে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

এদিকে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কম। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সপ্তাহের শেষে বৃষ্টির পরিমান আরও বাড়বে। তবে এই জেলাগুলিতে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। মূলত পঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে। বুধবারের পর এই অক্ষরেখা উত্তর দিকে সর্বে।এর প্রভাবে পূবালী হাওয়ায় রাজ্যে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে।

Advertisement

কলকাতায় আজ সকালে আংশিক মেঘলা আকাশ ছিল। বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির বেশি থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান থাকবে ৬৯-৯৪ শতাংশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button