করোনা সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য প্রাথমিক ভাবে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এবার এই স্যানিটাইজার ব্যবহার করার ক্ষেত্রেই সতর্ক করলো কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্যানিটাইজার বেশি ব্যবহার করা উচিত নয়। স্যানিটাইজারের থেকে সাবান জল বেশি নিরাপদ বলে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ড: আর কে বর্মা জানিয়েছেন, “সাম্প্রতিক সময় একটি অভূতপূর্ব সময়। কেউ কোনওদিন ভাবেননি এইরকম একটা ভাইরাস ছড়িয়ে পড়বে। এই অবস্থায় নিজেদের সুরক্ষিত রাখার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করুন। সাথে ঘন ঘন গরম জল পান এবং হাত ধুতে থাকুন। তবে বেশি স্যানিটাইজার ব্যবহার করবেন না, সাবান জল ব্যবহার করুন বেশি করে।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত, চিকিৎসকরা আগেই বলেছিলেন স্যানিটাইজারে অত্যধিক পরিমাণে অ্যালকোহল থাকার কারণে, এটি অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। এরফলে ত্বকে বাস করা উপকারী ব্যাকটেরিয়াগুলিও মারা যায়। তবে এটির পরিবর্তে সাবান জল ব্যবহার করা বেশি সুরক্ষিত। খুব প্রয়োজন না থাকলে স্যানিটাইজার ব্যবহার এড়িয়ে যাওয়াই উচিত। এর আগে N-95 মাস্ক নিয়েও সতর্ক করা হয়েছিল। কয়েকদিন আগেই স্বাস্থ্যমন্ত্রকের তরফে সতর্ক করে ভালভ লাগানো N-95 মাস্ক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়।
এদিকে করোনা আক্রান্তের সংখ্যায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। শনিবার ভারতে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৪৮,৯১৬ জন। মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৩৬ হাজারে। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের কবলে মোট মৃ্ত্যু হয়েছে ৩১,৩৫৮ জনের।