Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কেজিএফ-এর রকি ভাইয়ের মা বাস্তব জীবনে খুব সুন্দরী, টেক্কা দেবে বলিউড অভিনেত্রীদের

কন্নড় টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা যশ এর ব্লকবাস্টার সিনেমা কেজিএফ আপনি অবশ্যই দেখেছেন। এই সিনেমাতে যিনি যশের মা হিসেবে অভিনয় করেছিলেন তিনি এই ছবিতে বেশ ভালভাবে নজর কেড়েছেন। তবে…

Avatar

কন্নড় টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা যশ এর ব্লকবাস্টার সিনেমা কেজিএফ আপনি অবশ্যই দেখেছেন। এই সিনেমাতে যিনি যশের মা হিসেবে অভিনয় করেছিলেন তিনি এই ছবিতে বেশ ভালভাবে নজর কেড়েছেন। তবে আজকের এই লেখা তাকে নিয়েই।

যারা কেজিএফ দেখেছেন তাদের সকলের মনে একটা না একটা প্রশ্ন এসেছেই, যশের মা আসল জীবনে কি রকম দেখতে? আপনাদের জানিয়ে রাখি, সিনেমার জন্য তাকে অন্য ভাবে সাজানো হলেও তিনি কিন্তু আসল জীবনে অত্যন্ত সুন্দরী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেজিএফ-এর রকি ভাইয়ের মা বাস্তব জীবনে খুব সুন্দরী, টেক্কা দেবে বলিউড অভিনেত্রীদের

কেজিএফ সিনেমার এই অভিনেত্রীর নাম হল অর্চনা জইস। তিনি কেজিএফ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সকলকে নিজের অভিনয়ের প্রতি আকর্ষিত করতে পেরেছেন। অর্চনা আসল জীবনে কিন্তু অত্যন্ত সুন্দরী এবং জানিয়ে রাখা ভাল, অর্চনা কিন্তু আসলে রকির থেকে বয়সে কিছুটা ছোট। কেজিএফ সিনেমায় তিনি রকির মায়ের চরিত্রে অভিনয় করে সকলের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন।

কেজিএফ-এর রকি ভাইয়ের মা বাস্তব জীবনে খুব সুন্দরী, টেক্কা দেবে বলিউড অভিনেত্রীদের

আসল জীবনে সুপারস্টার যশের থেকে অনেকটাই ছোট। সিনেমায় যশের মায়ের চরিত্রে অভিনয় করলেও, আসল জীবনে কিন্তু যশের থেকে ৯ বছরের ছোট অর্চনা। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে অর্চনার বয়স ২৭ বছর। অন্যদিকে যশ এর বয়স ৩৬ বছর। সুতরাং দুজনের মধ্যে বয়সের পার্থক্য ৯ বছরের। কিন্তু তবুও, নিজের বয়সকে কোনদিন এই চরিত্রের সাফল্যের পথে বাধা হিসেবে আসতে দেয়নি অভিনেত্রী। দারুন ভাবে নিজের চরিত্রকে উপস্থাপিত করে সকলকে একেবারে চমকে দিয়েছেন অর্চনা।

About Author