অতিক্রম করলেন লজ্জার সমস্ত সীমা, অন্ধকারে মেঘাশ্রীর শাড়ি খুলে অন্তরঙ্গ রোম্যান্স করলেন খেসারি লাল যাদব

ডিজিটাল মাধ্যমে বিনোদন আজকাল টপ ট্রেন্ডি। টিভি বা রেডিওর ব্যবহার প্রায় বিলুপ্তির পথে। সেই জায়গায় জায়গা করে নিয়েছে ইউটিউব। এতে বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও ভাইরাল হয়ে থাকে। আজকাল ইউটিউব ট্রেন্ডিং তালিকায় উঁকি মারলেই দেখা মেলে বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিওর। আর এই ভিডিও ইন্টারনেটে এলেই তাতে লাইক ও কমেন্ট করে ভরিয়ে দেন নেটিজেনরা। এই ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারাও আজকাল ব্যাপক জনপ্রিয় হয়ে যাচ্ছেন।

ইন্টারনেট দুনিয়াতে নতুন কোনো ভোজপুরি মিউজিক ভিডিও এলেই তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় ইউটিউবে। আসলে এই ইউটিউবে ভোজপুরি মিউজিক ভিডিও আপলোড হলেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন নেট নাগরিকরা। একটি ভোজপুরি মিউজিক ভিডিওতে ইউটিউবে ভিউ সংখ্যা দেখলে আপনার চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে। আর হবে নাই বা কেন। যেখানে একটি বলিউড মিউজিক ভিডিওতে মাত্র কয়েক মিলিয়ন ভিউ থাকে, সেখানে তার দ্বিগুণ বা তিন গুণ ভিউ পেয়ে থাকে ভোজপুরি মিউজিক ভিডিওগুলি। সম্প্রতি এমনই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে, যা নিয়ে আজকের এই প্রতিবেদন।

ভোজপুরি ইন্ড্রাস্ট্রির নামজাদা অভিনেতা খেসারি লাল যাদবের সাথে এবার কাজ করেছেন নতুন উদিয়মান অভিনেত্রী মেঘাশ্রী। তাঁর কার্ভি ফিগারের দিওয়ানা অনেকেই। সে খেসারি লাল যাদবের সাথে ‘বডি পে শাদি‘ গানে লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে কাজ করেছেন। ভিডিওর শুরুতে দেখা যায় অভিনেত্রী ঘিয়ে শাড়ি ও টাইট ব্লাউজ পরেছেন। আবার গানের মাঝে অভিনেত্রী ফিনফিনে শাড়ি ও স্লিভলেস ব্লাউজ পরে নেন। গানে তারকা জুটি রাতের অন্ধকারে লুকিয়ে প্রেম করেছেন। এমনকি নায়িকার গোপন স্থানে চুমু খান নায়ক। এমন অনেক সাহসী দৃশ্য আছে যা দেখে আপনিও নিয়ন্ত্রণহীন হতে পারেন। ভিডিওটি ইউটিউবের ‘ভোজপুরী সিনেমা সংগীত’ নামের একটি চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। ‘লাডলা-২’ ছবির এই মিউজিক ভিডিওটি ইতিমধ্যে লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন।