নিউজ

HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় সুখবর, এবার বিনিয়োগ করলে হবে বিশাল আয়

HDFC ব্যাঙ্ক নির্দিষ্ট মেয়াদের FD তে সুদের হার অনেকটা বৃদ্ধি করেছে

Advertisement

Advertisement

HDFC ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য আনন্দের খবর এনেছে! ব্যাঙ্ক নির্দিষ্ট মেয়াদের এফডি-তে সুদের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এই পদক্ষেপটি ২ কোটি টাকার কম আমানতকারীদের জন্য বিশেষ সুবিধাজনক হবে। HDFC ব্যাঙ্ক নিয়মিতভাবে তার গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুদের হার এবং পরিষেবা প্রদানের চেষ্টা করে। এই পদক্ষেপটি ব্যাঙ্কের প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা যায়।

Advertisement

HDFC ব্যাঙ্ক ১৮ মাস থেকে ২১ মাসের মেয়াদী FD-এর সুদের হার ২০ bps বৃদ্ধি করে ৭.০৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ করেছে। HDFC ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, নতুন রেটগুলি ৯ ফেব্রুয়ারি ২০২৪ থেকে প্রযোজ্য। এই বৃদ্ধির ফলে ১৮ মাস থেকে ২১ মাসের মধ্যে FD-তে সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদ পাওয়া যাবে। আর ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে FD-তে সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ সুদ পাওয়া যাবে। বৃদ্ধিপ্রাপ্ত সুদের হার গ্রাহকদের তাদের FD-তে আরও বেশি রিটার্ন পেতে সাহায্য করবে।

Advertisement

HDFC ব্যাঙ্কের নতুন সুদের হার:

Advertisement

১) ৭ দিন থেকে ১০ বছর: ৩.৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ

২) ১৮ মাস থেকে ২১ মাস: ৭.০৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ

৩) ৭ দিন থেকে ২৯ দিন: ৩ শতাংশ

৪) ৩০ দিন থেকে ৪৫ দিন: ৩.৫০ শতাংশ

৫) ৪৫ দিন থেকে ৬ মাস: ৪.৫০ শতাংশ

৬) ৬ মাস থেকে ৯ মাস: ৫.৭৫ শতাংশ

৭) ৯ মাস থেকে ১ বছর: ৬ শতাংশ

৮) ১ বছর থেকে ১৫ মাস: ৬.৬০ শতাংশ

৯) ১৫ মাস থেকে ১৮ মাস: ৭.১০ শতাংশ

১০) ২১ মাস থেকে ২ বছর ১১ মাস: ৭ শতাংশ

Recent Posts