পশ্চিমী দেশগুলিতে ওয়েব সিরিজ বহু আগে থেকে এই প্রচলিত একটি বিনোদন মাধ্যম। তবে সম্প্রতি ভারতের মতো দেশেও এখন ওয়েব সিরিজ বেশ ভালো জনপ্রিয়তা পেতে শুরু করেছে। মানুষজন যখন থেকে টিভি সিরিয়াল বাদ দিয়ে সিনেমা এবং মোবাইলে কনটেন্ট দেখা বেশি পছন্দ করছেন সেই সময় থেকেই আসলে সূত্রপাত হয়েছিল ওটিটি প্লাটফর্মের। এই ধরনের প্লাটফর্মে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ আপনারা সব সময় দেখতে পান এবং এই প্ল্যাটফর্ম গুলিতে নানা স্বাদের নানা ধরনের ওয়েব সিরিজ দেখা যায়। বিগত কয়েক বছরে ওয়েব সিরিজ আমাদের ভারতীয় বিনোদন মাধ্যমকে অনেকটাই পরিবর্তিত করতে পেরেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ওয়েব সিরিজের জগতে যেমন রয়েছে দুর্দান্ত স্টোরি লাইন এবং দারুন একশন, তেমনি এই সমস্ত ওয়েব সিরিজে দেখা যায় কিছু এমন দৃশ্য যা হয়তো গল্পের স্টোরি লাইনের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত হলেও দৃশ্যটি সকলের সাথে দেখাটা একটু সমস্যাজনক হয়ে ওঠে। বিশেষ করে পরিবারের সঙ্গে তো এই ধরনের দৃশ্য কোনভাবেই দেখতে পারা যায় না। এম এক্স প্লেয়ার এবং উল্লুর মত বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধরনের ওয়েব সিরিজ ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এছাড়াও রয়েছে প্রাইম শর্টস এর মত বিভিন্ন প্ল্যাটফর্ম যেখানে এমন কিছু ওয়েব সিরিজ মুক্তিপ্রাপ্ত হয়, যেগুলি ভারতীয় সিনেমা জগতের ইতিহাসের সমস্ত বোল্ড দৃশ্যের রেকর্ড ভেঙে দিয়েছে।
এরকম একটি বোল্ড ওয়েব সিরিজ নিয়ে আজকে কথা হবে যার নাম চুরিওয়ালা। এই ওয়েব সিরিজটি রিলিজ হয়েছে উল্লু প্লাটফর্মে এবং এই মুহূর্তে এটি অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েব সিরিজ হয়ে উঠেছে। সম্প্রতি এই ওয়েব সিরিজের একটি সিজন শেষ হয়ে গেল। সেই সিজন ফিনালের শেষ এপিসোডটি ছিল অত্যন্ত আকর্ষণীয়। এই শেষ এপিসোডে মুরারী রয়েছে এই বড়ো ভূমিকায়। এই ওয়েব সিরিজের প্রধান চরিত্রে তার অভিনয় নজরকাড়া।
তবে যদি আপনি এই ওয়েব সিরিজ পুরোটা না দেখতে চান, তাহলে উল্লুর ইউটিউব চ্যানেলে আপনার জন্য রয়েছে একটি এক্সপ্লেনার ভিডিও। এই ভিডিওতে আপনারা এই সিরিজের ব্যাপারে সব কিছু জানতে পারবেন। দেখেনিন সেই ভিডিও।