বিনোদনবলিউডভাইরাল & ভিডিও

VIRAL: এই সুন্দরীর নাচ টেক্কা দেবে অভিনেত্রী আম্রপালিকে, ভিডিও দেখলে ঘুম উড়বে

×
Advertisement

নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে গোরি রানি কম পরিচিত নন দর্শকদের মধ্যে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীর মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিও।

Advertisements
Advertisement

Advertisements

‘রেকর্ডস্ মিডিয়া’ নামের ইউটিউব চ্যানেল থেকে গোরি রানির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল তিনবছর আগে। তবে ২০১৮ সালের ভিডিও এটি। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই ভিডিওটি ১ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে গোরি রানিকে একটি জনপ্রিয় হরিয়ানভি গানের তালে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে।

Advertisements
Advertisement

ভিডিওতে গোরি রানিকে কমলা রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে। এই পোশাকেই স্টেজের উপর একরাশ দর্শকদের মাঝে নাচ্ছিলেন তিনি। ‘কাবাডা হো জায়গা’ গানটি যে বেশ উপভোগ করেই নাচ্ছিলেন তিনি, তা ভিডিওতে তাকে দেখেই স্পষ্ট হয়েছে। পাশাপাশি গোরি রানির নাচ যে বেশ উপভোগ করছিলেন সেখানে উপস্থিত দর্শকরাও, তা তাদের উচ্ছ্বাস দেখেই স্পষ্ট হয়েছে। সম্প্রতি ২০১৮’র এই ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়। আর এই ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চায় গোরি রানি।

Related Articles

Back to top button