Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Harley X440 vs Classic 350: কোন বাইকে রয়েছে ভালো ফিচার? কোনটা সস্তা? রইলো বিস্তারিত তুলনা

প্রিমিয়াম সেগমেন্টে ক্রুজার বাইকের কথা বললেই যেই কোম্পানির কথা প্রত্যেকের মাথায় আসে তা হল হারলে ডেভিডসন। তবে এবার ভারতীয় বাজারে ধামাকা করছে এই কোম্পানি। তারা যেই সাশ্রয় মূল্যের বাইক লঞ্চ…

Avatar

প্রিমিয়াম সেগমেন্টে ক্রুজার বাইকের কথা বললেই যেই কোম্পানির কথা প্রত্যেকের মাথায় আসে তা হল হারলে ডেভিডসন। তবে এবার ভারতীয় বাজারে ধামাকা করছে এই কোম্পানি। তারা যেই সাশ্রয় মূল্যের বাইক লঞ্চ করেছে তা নিয়ে ব্যাপক উৎসাহিত বাইকপ্রেমীরা। হারলে ডেভিডসন ৩ জুলাই ভারতীয় বাজারে তাদের সবচেয়ে সস্তা বাইক Harley Davidson X440 লঞ্চ করেছে। এই বাইকের প্রারম্ভিক মূল্য ২.২৯ লাখ টাকা। ভারতীয় মার্কেটে এই বাইকটি Royal Enfield Classic 350 এর প্রবল প্রতিদ্বন্দ্বী। কোন বাইক কাকে টেক্কা দিতে পারবে? তা জানতে এই প্রতিবেদনে দুটি বাইকের সম্পূর্ণ স্পেসিফিকেশন পড়ে ফেলুন।

হারলে ডেভিডসনের এই বাইক তৈরি হয়েছে হিরো মোটোকর্পের পার্টনারশিপে। এই বাইকটির স্টাইলিং এর কাজ করেছে হারলে ডেভিডসন এবং অন্যদিকে এর ইঞ্জিনিয়ারিং, টেস্টিং ইত্যাদি কাজ করেছে হিরো। এই বাইকে ৪৪০ সিসি এর সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ২৭ bhp শক্তি ও ৩৮ Nm টর্ক উৎপাদন করতে পারে। এছাড়া এতে ৬ স্পিড ট্রান্সমিশন এবং স্লিপার ক্লাচ দেখা যাবে। অন্যদিকে, Royal Enfield Classic 350-এ রয়েছে একটি সিঙ্গেল সিলিন্ডার ২ ভালভ এয়ার কুলড ইঞ্জিন যা ২০ bhp শক্তি এবং ২৭ Nm টর্ক তৈরি করে। এতে ৫-স্পিড ট্রান্সমিশন গিয়ার রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Harley X440 একটি LED হেডলাইট পায় এবং Classic 350 একটি হ্যালোজেন হেডলাইট পাওয়া যায়। Harley X 440-এ টেইললাইট হল LED, ক্লাসিক 350-এ টেললাইট হল হ্যালোজেন। Harley X440-এ টার্ন ইন্ডিকেটর LED এবং ক্লাসিক 350-এ টার্ন ইন্ডিকেটর হল হ্যালোজেন। Harley X440-এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সম্পূর্ণরূপে ডিজিটাল এবং ক্লাসিক 350-এ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে সেমি ডিজিটাল। এছাড়া এটি উল্লেখযোগ্য হারলের বাইকে ফুয়েল ট্যাংক ১৩.৫ লিটারের। অন্যদিকে, ক্লাসিক ৩৫০ তে ফুয়েল ট্যাঙ্ক ১৩ লিটারের।

এবার দামের তুলনায় এলে, Harley X440 বাইকের দাম বেস ভেরিয়েন্টের জন্য ২.২৯ লক্ষ থেকে শুরু হয় এবং শীর্ষ ভেরিয়েন্টের জন্য ২.৬৯ লক্ষ টাকা। বেস ভেরিয়েন্টের জন্য Classic 350-এর দাম ১.৯৩ লক্ষ থেকে শুরু হয় এবং শীর্ষ ভেরিয়েন্টের জন্য ২.২৪ লক্ষ পর্যন্ত যায়। দামের দিক থেকে, ক্লাসিক 350 জিতলেও, সবমিলিয়ে ক্রুজার সেকশনে ভারতীয় মার্কেটে কোন বাইকটি রাজ করবে সেটা এবার দেখার।

About Author