বর্তমানে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হয় হরিয়ানভি স্টেজ ড্যান্স শো। কেউ যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনি অবশ্যই স্বপ্না চৌধুরীকে চিনবেন। এক প্রকার ইন্টারনেট দুনিয়াতে সর্বদাই লাইমলাইটে থাকছেন এই তারকা। তার স্টেজ শো দেখতে ভিড় জমান প্রায় হাজার হাজার মানুষ। তবে আজকাল হরিয়ানভী ইন্ড্রাস্ট্রিতে স্বপ্না চৌধুরী ছাড়াও জনপ্রিয়তা পাচ্ছেন বেশ কয়েকজন তারকা। তাঁদের স্টেজ শো দেখতেও প্রচুর মানুষ চলে আসেন। তেমনই এক তারকা হলেন রানী চ্যাটার্জি।
সোশ্যাল মিডিয়াতে রানীর জনপ্রিয়তা ব্যাপক। আজকালকার বেশিরভাগ হরিয়ানভি স্টেজ ডান্স শোতে দেখা যায় এই ডান্সারকে। এই ডান্সারের ফ্যান ফলোয়ার বিশাল। তিনি স্টেজে পারফর্ম করতে শুরু করলে আট থেকে আশি সকলেই ভিড় জমান। তাঁর পারফরমেন্সের সময় হাজার হাজার লোক ভিড় করেন। গানের তালে তাঁর লাস্যময়ী কায়দায় নাচ পছন্দ হয় সকলের। আবার অনেকেই রাণীকে চেনেন তাঁর ওয়েব সিরিজের জন্য। বেশ কয়েকটি ওয়েব সিরিজে লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে ব্যাপক কায়দায় অভিনয় করেছেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি ইউটিউবে ব্যাপক ভাইরাল হচ্ছে রানী চ্যাটার্জি এর একটি স্টেজ শো ভিডিও। এতে ‘ইউপি বিহার মে বলওয়া কারা দেম’ গানের তালে বোল্ড কায়দায় ব্যাপক নাচ করেছেন তিনি। তাঁর পরনে ছিল সবুজ ও লাল রংয়ের লেহেঙ্গা। গানের তালে তাঁর কিলার অঙ্গভঙ্গি দেখে চোখ সরাতে পারবেন না আপনি। এই ভিডিও ইতিমধ্যেই ৩১ হাজারের বেশি মানুষ দেখেছেন। অনেকেই এই ভিডিওটি লাইক করেছেন ও কমেন্ট করে রানীর সৌন্দর্যের প্রশংসা করেছেন।