Dance Video: ২ লাখ টাকার পুরস্কারের জন্য দুরন্ত রাগিণী নাচ করলেন এই শিল্পী, দেখুন ভাইরাল ভিডিও

আজকালকার দিনে সারা ভারতে হরিয়ানভি গানের একটা চল শুরু হয়েছে। আর এই চল শুরু হয়েছে সেই ইন্ডাস্ট্রির বেশ কিছু নৃত্যশিল্পীদের জন্য। তাদের স্টেজ শো এখন সারা ভারতে বেশ জনপ্রিয়। শুধুমাত্র হরিয়ানাতে নয়, দক্ষিণ ভারতীয় বলতে গেলে এই ধরনের গানের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে ধীরে ধীরে। পূর্ব ভারতে এবং বাংলায় অনেকেই আছেন যারা হরিয়ানভি গান শুনতে বেশ পছন্দ করেন। যেরকমভাবে ভোজপুরি গান আজকালকার দিনে ট্রেন্ডিং হয়েছে, এরকম ভাবেই জনপ্রিয়তা পেয়েছে হরিয়ানভি গান। আর এই হরিয়ানভি গানের জনপ্রিয়তার প্রধান ক্রেডিট দিতে হয় এই হরিয়ানভি জগতের সব থেকে বড় শিল্পী স্বপ্না চৌধুরীকে। প্রতিটি গানের ভিডিও এবং নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে এবং মিলিয়ন এর উপরে ভিউ থাকে সেই সমস্ত ভিডিওতে। অনেকেই এই সমস্ত গান এবং নাচের ভিডিও করে লাখ লাখ টাকা রোজগার করেন ইউটিউবের মাধ্যমে। তার সাথে সাথেই সোশ্যাল মিডিয়াতেও একটা জনপ্রিয়তা তৈরি হয় স্বপ্না চৌধুরীর।

স্বপ্না চৌধুরীর নাম নিলেই সবার আগে উঠে আসে রাগিনি প্রতিযোগিতার কথা। আগে রাগিনী প্রতিযোগিতা শুধুমাত্র পাঞ্জাবে সীমিত থাকলেও এখন সারা ভারতে বিভিন্ন জায়গায় রাগিনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। হরিয়ানার একটি গ্রামে প্রায় বছর ছয়েক আগে রাগিনী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন স্বপ্না চৌধুরী। বলতে গেলে স্বপ্না চৌধুরীর নাচের কোন জবাব নেই। তিনি এতটাই আকর্ষণীয় ডান্স করতে পারেন যে তাকে দেখে যে কেউ নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে। স্বভাবতই সেই ভান্ডারা অনুষ্ঠানে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন স্বপ্না কে দেখতে।

তবে এবারে স্বপ্না চৌধুরী না, এক অন্য শিল্পীর একটি নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে দেখা যাচ্ছে এক শিল্পী দুরন্ত নাচ করে সকলের মন জয় করে নিয়েছে। ২ লাখ টাকার একটি পুরস্কার দেওয়া হয়েছিল এই অনুষ্ঠানে। এই রাগিণীর অনুষ্ঠান করা হয়েছিল রাজস্থানের ভরতপুর জেলার আদিবদ্রি ধামে। নীল রঙের স্যুট পরে এই শিল্পীর নাচ সত্যিই বেশ আকর্ষণও ছিল। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ভিডিওটি।